শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০০ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীরে অস্ত্রধারী যে কাউকে হত্যা করা হবে, বলল ভারতীয় সেনা

ইমরুল শাহেদ : ভারতের সেনা বাহিনী মঙ্গলবার বলেছে, ‘জম্মু-কাশ্মীরে যদি কেউ অস্ত্র হাতে তুলে নেয় তাহলে তাকেই হত্যা করা হবে।’ সিনার কর্পসের কমান্ডার কানওয়াল জিত সিং ধীলন এ কথা বলেছেন। তিনি বলেন, ‘সন্ত্রাস বিরোধী অভিযানে আমরা কি করতে চাই সেটা একেবারেই স্পষ্ট। আমরা বলতে চাই কাশ্মীর উপত্যকায় কেউ অনুপ্রবেশ করলে তিনি জীবিত ফিরে যাবেন না।’ ইয়ন টিভি, এক্সপ্রেস ট্রিবিউন

কাশ্মীরের পুলওয়ামার পিংলান গোলাগুলিতে রোববার রাতে পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ডসহ তিন জন মারা যাওয়ার একদিন পর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন ধীলন।

আদিল আহমদ ধর বিস্ফোরক নিয়ে সিআরপিএফের ৭৮টি গাড়ির একটি বহরে হামলা চালানোর পর প্রায় ৪৬ জন সিআরপিএফ সদস্য নিহত হয়েছেন। সে বহরে ছিল দুই হাজার পাঁচ শ’ সিআরপিএফ সদস্য। তারা জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিলেন। পরে সে হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গ্রুপ জৈশ-ই-মোহাম্মদ।

মঙ্গলবার ধীলন দাবি করেছেন, নিরাপত্তা বাহিনী পুলওয়ামা হামলার একশ’ ঘন্টার মধ্যে উপত্যকায় জৈশ-ই-মোহাম্মদের নেতৃত্বকে উৎখাত করেছে।
তিনি আরও বলেছেন, এর সঙ্গে পাকিস্তান এবং আইএসআই জড়িত আছে। জৈশ-ই-মোহাম্মদ হলো পাকিস্তান সেনা বাহিনীর সন্তান।

কাশ্মীরের পুলিশ প্রধান এসপি পনিও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী হামলা অনেক বেড়ে গেছে। পনি বলেন, ‘কাশ্মীরে গত তিন মাসে আমরা কোনো আশ্রিত লোককে পাইনি। আশ্রয় দেওয়ার ক্ষেত্রে পরিবারগুলো বড় ধরনের ভূমিকা পালন করছে। সেটা না করার জন্য পরিবাগুলোকে আহবান জানাচ্ছি।’

এ ছাড়াও পনি কাশ্মীরি মায়েদের প্রতি অনুরোধ রেখেছেন, তাদের যে সব সন্তানরা সন্ত্রাসী কর্মকা-ে যোগ দিয়েছে তাদের বুঝিয়ে বলা যাতে তারা অবিলম্বে আত্মসমর্পণ করে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসে। তিনি বলেন, ‘অস্ত্রধারী যে কাউকে হত্যা করা হবে এবং আত্মসমর্পণ না করলে উৎখাত করা হবে।’

সিআরপিএফের জুলফিকার হাসান বলেছেন যে, গোটা কাশ্মীর জুড়েই মাদাদগার হেলপলাইন আসছে কাশ্মীরিদের সহায়তা প্রদানের জন্য। কাশ্মীরের অনেক শিক্ষার্থীই কাশ্মীরের বিভিন্ন স্থানে পড়াশোনা করছে। পুলওয়ামা হামলার পর তারাও হুমকির মুখে পড়েছে।

হাসান বলেছেন, কাশ্মীরের শিক্ষার্থীরাই এ ধরনের একটি হেলপলাইন চেয়েছে। যেসব শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে পড়াশোনা করছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়