শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২৭ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের শুধু নিন্দাজ্ঞাপন করে পার পাওয়ার সুযোগ নাই, বললেন আমিনা মহসিন

জিয়ারুল হক : আইএসআই বরাবরই আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নেটওয়ার্কের সঙ্গে জড়িত। তারা সন্ত্রাসবাদের প্রশিক্ষণ থেকে শুরু করে হেন কোন কাজ নেই করেনি। কাশ্মিরে পকিস্তান যে সন্ত্রাসবাদ ছড়িয়ে রেখেছে সেটি অতি সহজে শেষ হবার নয়। কিছুদিন পর পর তারা সন্ত্রাসি হামলা করবে, আর আন্তর্জাতিক চাপে এর বিরুদ্ধে নিন্দাজ্ঞাপন করবে। সন্ত্রাসবাদের ক্ষেত্রে পাকিস্তানের শুধু নিন্দাজ্ঞাপন করে পার পাওয়ার সুযোগ নেই বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আমিনা মহসিন।

ভারত এবং পাকিস্তানের মধ্যে সবসময় অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করে। তাদের মধ্যে কখনই শান্তি ছিলো না। সবসময় পাল্টাপাল্টি অবস্থা চলে আসছে। বর্তমান ঘটনায় যে সেনাদের প্রাণ গেলো। এটি তাদের মধ্যে দূরুত্ব বাড়াবে।

কাশ্মির নিয়ে যে সমস্যা চলে আসছে, এটি কিন্তু ভারত পকিস্তানের স্বার্থের দ্ব›দ্ব। কাশ্মিরের জনগণ কিন্তু আগের অবস্থানে নেই। তারা কিন্তু এখন স্বাধীন কাশ্মির চায়। এবং এই দাবি তাদের মধ্যে ক্রমেই প্রসারিত হচ্ছে। কাশ্মিরে কিন্তু শুধু মুসলিম নেই, ওখানে হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টানসহ অনেক ধর্মের লোক বাস করে। কিছু জনগণ আছে এখনও পাকিস্তান ঘেঁষা। তাদের মাধ্যমেই আইএসআই সমস্যা তৈরি করে রেখেছে। এবং সন্ত্রাস চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, পৃথিবীর সবাই জানে সন্ত্রাসীদের আতুর ঘর পাকিস্তান। সন্ত্রাসিরা জানে পাকিস্তান তাদের জন্য নিরাপদ জায়গা। সারাবিশ্বের সন্ত্রাসিদের অন্তরজালে জড়িয়ে আছে আইএসআই। তাদের প্রশিক্ষণ দিয়ে, অর্থ দিয়ে, থাকার জায়গা দিয়ে পাকিস্তান সারাবিশ্বে সন্ত্রাসি সাপ্লাই করছে। পাকিস্তানের এই অবস্থান থেকে পরিত্রাণ পেতে হলে তাদের আগে সন্ত্রাসিদের নিরাপদ জায়গা থেকে সরে আসতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়