শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৬ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহে নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে হোটেল ও বেকারী মালিকদের মত বিনিময়

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ : নিরাপদ খাদ্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান। ১৮ ফেব্রুয়ারি সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে হোটেল ও বেকারি মালিকদের নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

ইউএনও শেখ হাফিজুর রহমান বলেন, ভেজাল খাদ্যের কারণে মানুষের রোগ বালাই ও ভাইরাসে আক্রান্ত হচ্ছে। নানান সমস্যায় জর্জরিত হচ্ছেন ভোক্তাগণ। এ অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হবে। সভায় হোটেল ও বেকারী মালিকরা আগামী দিনগুলোতে আরো সচেতন ও সর্তক হয়ে খাদ্য ব্যবসা পরিচালনার জন্য প্রতিশ্রুতি দেন।

সভায় খোলা খাবার বিক্রি বন্ধ, নিরাপদ পানির ব্যবহার, পঁচা-বাসী খাবার বিক্রি বন্ধ, স্বাস্থ্য সম্মত কাগজের মোড়ক ব্যবহার, কর্মচারীদের স্বাস্থ্য বিধি ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। প্রতি মাসে এই বিষয়ে মাসিক মিটিং অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ মহিনুল হাসান, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের, মেডিকেল অফিসার ডাঃ তাজরিন শাম্স খান, ওসি (অপারেশন) শাকের আহমেদ, ব্যবসায়ী নেতা শংকর সাহা, বিশিষ্ট ব্যবসায়ি খন্দকার শরীফ উদ্দিন, শরাফ উদ্দিন, আব্দুর রব মোশাররফ, সিটি কর্পোরেশন স্যানেটারী ইন্সপেক্টর কর্মকর্তা দীপক মজুমদার, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক, জনস্বাস্থ্য প্রকৌশলী মনসুর আহাম্মেদ, সাংবাদিক নিয়ামুল কবির সজল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়