শিরোনাম
◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৩ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি আত্মঘাতী পথে যাচ্ছে, বললেন মোহাম্মদ আলী শিকদার

লিয়ন মীর : নিরাপত্তা বিশ্লেষক মে. জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার বলেছেন, উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি জনগণ থেকে আরো বেশি বিচ্ছিন্ন হয়ে পড়বে। দলটির এই সিদ্ধান্ত মারাত্মক ভুল। এই ভুল সিদ্ধান্তের মাধ্যমে বিএনপি আত্মঘাতী পথে যাত্রা শুরু করেছে। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনের কারণে অন্য দলগুলো জনগণের কাছে যাবে এবং তাদের কর্মী-সমর্থকরা উৎসাহের সাথে কাজ করবে। আর বিএনপি কর্মী-সমর্থকরা চুপ করে ঘরে বসে থাকবে। যার ফলে তারা অলস হয়ে যাবে এবং আশাহত হয়ে নিরাশার পথে যাত্রা শুরু করবে। বিএনপির এই সিদ্ধান্ত নিজেদের ধ্বংস করার সিদ্ধান্ত। এতে করে বিএনপি ভালো কিছু পাবে না। তিনি বলেন, বিএনপি অতীত থেকে শিক্ষা গ্রহণ করে না। ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি যে ভুল করেছিলো সেখান থেকে বিএনপি কোনো শিক্ষা গ্রহণ করেনি। নির্বাচনের পরে বিএনপি একাধিকবার বলেছে, দশম সংসদে অংশগ্রহণ না করে বিএনপি ভুল করেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে বিএনপি সেই ভুল থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি। যে দল অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে না, সেই দলের কোনো ভবিষ্যৎ নেই। তিনি আরো বলেন, বিএনপি যদি এভাবে ভুল পথে চলতে থাকে তাহলে একদিন এই দলটি মুসলিম লীগে পরিণত হবে। মুসলিম লীগের যে পরিণতি হয়েছিলো, বিএনপিরও সেই পরিণতি হবে। দলটির নেতা-কর্মী-সমর্থকরা ধীরে ধীরে অন্য দলে চলে যাবে। আর বিএনপি কাগজের দলে পরিণত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়