শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৮ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ার্কসপ না থাকায় চীন থেকে আনা ২০ সেট ডেমু ট্রেনের অনেকগুলো চলছে না: সংসদে রেলমন্ত্রী

আসাদুজ্জামান সম্রাট : রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন সংসদকে জানিয়েছেন, বরিশাল জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশদ নকশা প্রণয়নসহ সম্ভাব্যতা সমীক্ষায় প্রস্তাবিত ও চূড়ান্তভবে অনুমোদিত এলাইনমেন্ট অনুযায়ী বিনিয়োগ প্রকল্প গ্রহণ করে বরিশাল জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা হবে। ২০২৫ সাল নাগাদ ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বরিশালের পায়রা বন্দর পর্যন্ত রেল সংযোগ স্থাপিত হবে।

সোমবার সংসদে প্রশ্নোত্তর পর্বে পিরোজপুর-৩ আসনের জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান। ফরাজীর প্রশ্নের জবাবে রেলমন্ত্রী আরও জানান, বরিশাল জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে বিশদ নকশা প্রণয়নসহ সম্ভাব্যতা সমীক্ষা প্রস্তাব ২০১৬ সালের ৯ অক্টোবর পরিকল্পনা মন্ত্রী কর্তৃক অনুমোদিত হয়। পরামর্শক প্রতিষ্ঠানের সাথে ২০১৮ সালের ১৯ জুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে মাঠ পর্যায়ে সমীক্ষা কার্যক্রম চলমান। এবছরের জানুয়ারি পর্যন্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ৪০ শতাংশ।

চট্টগ্রাম-১১ আসনের সরকার দলীয় এমপি এম, আবদুল লতিফের একটি লিখিত প্রশ্নের জবাবে নুরুল ইসলাম সুজন সংসদকে জানান, বাংলাদেশ রেলওয়েতে চীন থেকে আমদানিকৃত ২০ সেট ডেমু ট্রেনের মধ্যে বর্তমানে ঢাকা বিভাগে ১০ সেট, চট্টগ্রাম বিভাগে ৮ সেট এবং লালমনিরহাট বিভাগে ২ সেট ডেমু ট্রেন চলাচল করছে। ডেমুর জন্য কোনো আলাদা ওয়ার্কসপ না থাকায় আমদানির পর অদ্যাবধি ডেমুসমূহের কোনো ভারী মেরামত করা সম্ভব হয়নি। একারণে কিছু ডেমু ট্রেন মেরামতাধীন হয়ে পড়েছে।

এই প্রসঙ্গে রেলমন্ত্রী আরও জানান, ডেমু সপ না থাকা সত্তে¡ও বাংলাশে রেলওয়ের নিজস্ব জনবল ও প্রযুক্তি ব্যবহার করে বিশেষ ব্যবস্থায় ইতোমধ্যে ৫টি ডেমু ইঞ্জিন ওভারহোলিং করা হয়েছে এবং অবশিষ্ট ডেমুসমূহ এক বছরের মধ্যে পর্যায়ক্রমে ওভারহোলিংয়ের কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এছাড়া এডিবি’র অর্থায়নে ঢাকা ডিজেল লোকোমোটিভ ওয়ার্কসপ, ডেমু ওয়ার্কসপ ও ঢাকা লোকোসেড নতুন নির্মাণ এবং কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা, পার্বতীপুর আধুনিকায়নের নিমিত্ত একটি কারিগরি সহায়তা প্রকল্প গ্রহণ করা হয়েছে। আশা করা যায়, এ প্রকল্পের আওতায় অচিরেই সকল ডেমু ট্রেন মেরামত বা সংস্কার করে সচল করা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়