শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৪৬ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকইনফোও বন্ধ চায় ভারতীয় ভক্তরা

স্পোর্টস ডেস্ক: ১৪ ফেব্রুয়ারি ভারতের কাশ্মীর পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন সৈন্য নিহত হওয়ার পর থেকেই সরগরম ক্রিকেট বিশ্ব। পাকিস্তানের টি-টোয়েন্টি লীগকে বয়কটের জন্য উঠে পড়ে লেগেছে ভারতীয় ভক্তরা।

টুইটারে ভারতীয় আন্দোলনে নেমেছে। টুইট করে ক্ষোভ জানিয়েছে তারা পিএসএলের সাথে জড়িত মিডিয়া, খেলোয়াড়, ধারাভাষ্যকার সকলের প্রতি। তাদের লাগাতার আন্দোলনের ফলে পিএসএল সম্পর্কিত সকল খবর বন্ধ করে দিয়েছে ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ। শুধু ক্রিকবাজ নয় ভারতীয় ওয়েবসাইট ক্রিকট্র্যাকারও বন্ধ করে দিয়েছে পিএসএলের সকল খবর। এর আগে ভারতের বিখ্যাত অনলাইন ক্রিকেট প্রেডিকশন এপ ড্রিম ১১ তাদের ওয়েবসাইট থেকে সড়িয়ে নিয়েছে পিএসএলের সকল প্রেডিকশন। পিএসএলের সম্প্রচারের সাথে জড়িত রিলায়েন্স কোম্পানিও তাদের পিএসএলের সম্প্রচার থেকে সড়ে এসেছে। কিন্তু সব ওয়েবসাইড গুলো পিসিএল বন্ধ করে দিলেও ক্রিকইনফো পিএসএলের খবর করা প্রচারনা করে যাচ্ছে।

তবে ব্যাপার হলো ক্রিকবাজ ও ক্রিকট্র্যাকারের জন্য পিএসএলের খবর বন্ধ করা সহজ হলেও ইএসপিএন ক্রিকইনফোর জন্য এটি কঠিন হবে। যেই ওয়েবসাইট গুলো পিএসএলের খবর বন্ধ করেছে সেগুলো সবগুলোই ভারতীয় ওয়েবসাইট ও তাদের সকলের সৃষ্টি ভারত কেন্দ্রিক।

অন্য দিকে ক্রিকইনফোর সৃষ্টি হয় ১৯৯৩ সালে যা মোটেও ভারত কেন্দ্রিক নয়। ক্রিকইনফোর জন্ম ইংল্যান্ডে। পরবর্তীতে উইজডেনের হাত হয়ে ওয়েবসাইটটি আসে ইএসপিএনের কাছে। ইএসপিএনের কাছে বর্তমানে ক্রিকইনফোর মালিকানা। ইএসপিএন একটি যুক্তরাষ্ট্র ভিত্তিক ক্রীড়া বিষয়ক সাইট যা সকল খেলার খবর প্রচার করে থাকে।

যেহেতু ক্রিকইনফোর মূল মালিকানা যুক্তরাষ্ট্র ভিত্তিক ইএসপিএনের হাতে তাই তাদের জন্য কোন এক বিশেষ দেশের সেনা নিহত হওয়ায় অন্য কোন দেশের খেলার খবর বন্ধ করা বেশ কঠিন হবে ও তাদের নীতি বিরোধী হবে। বৈশ্বিক এই ওয়েবসাইটের উপর প্রচুর চাপ আসলেও এখনো পিছে হটেনি পিএসএলের খবর প্রকাশ থেকে।

তবে তাদের এই পিএসএলের খবর প্রকাশের স্পর্ধা ভালোভাবে নেয়নি ভারতীয় ভক্তরা। রীতিমতো হুমকি দিয়ে যাচ্ছে ক্রিকইনফোর পেইজ আনফলো, আনলাইকের ও ক্রিকইনফোর এপ আনইন্সটলের ও এক রেটিং দিয়ে নামিয়ে আনার। তাদের কথা ভারতীয় ওয়েবসাইট না হলেও তাদের দাবি মানতে হবেই যে করেই হোক ।

তবে ভারতীয়দের দাবি মানতে গেলে তিন দশক ধরে চলে আসা ক্রিকইনফোকে তাদের নীতির বিরুদ্ধে যেতে হবে। দেখার বিষয় হবে এই চাপ সহ্য করে ক্রিকইনফো সামনেও পিএসএলের খবর প্রকাশ করে কিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়