শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৫ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লামা ও আলীকদম উপজেলা নির্বাচনে তিন পদে ২২ প্রার্থীর মনোনয়নপত্র জমা

নুরুল করিম আরমান: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে বান্দরবানের লামা ও আলীকদম উপজেলায় চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন। সোমবার নির্ধারিত সময়ে স্ব স্ব সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এসময় প্রার্থীদের কর্মী ও সমর্থকগন উপস্থিত ছিলেন।

নির্বাচন অফিস সূত্র জানায়, লামা উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোস্তফা জামাল, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেতারা আহমদ, আওয়ামী লীগ নেতা রফিক আহমদ চৌধুরী ও মো. আলমগীর। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. তৈয়ব আলী, উপজেলা যুবলীগের সভাপতি মো. জাহেদ উদ্দিন, দিদারুল হক চৌধুরী ও নুরুচ্ছফা ইসলাম লেবু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা আওয়ামী লীগ নেত্রী মিল্কি রানী দাশ, উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা ত্রিপুরা, আজিজনগর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি কুলসুমা বেগম, পৌর তাঁতী লীগ নেত্রী সোলতানা নাজমা। এদিকে আলীকদম উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আবুল কালাম ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জামাল উদ্দিন। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন, সাজিব কামাল, কাইনথপ মুরুং ও রাংক্রাত মুরুং। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান শিরিনা বেগম, আওয়ামীলীগ নেত্রী এনুচা মার্মা ও ব্যারি মার্মা।

চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জনের মনোনয়নপত্র জমা দেওয়ার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নববিন্দু নারায়ন চাকমা নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের নির্বাচনে ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন, ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও ১৮ মার্চ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে লামা উপজেলার আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ ইসমাইল মারা যাওয়ার কারণে এ উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়