শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৯ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতেকে সামলাতে গেম প্ল্যান রাখতে হবে: অ্যারন ফিঞ্চ

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ ভারতের বিরুদ্ধে সিরিজ খেলা নিয়ে আত্মবিশ্বাসী। রবিবারই বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডস তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে। এ বার তাঁর নেতৃত্বেই ভারত সফরে আসবে অস্ট্রেলিয়া দল। ২৪ ফেব্রুয়ারি টি২০ ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। কিন্তু তার আগে দলের পরিকল্পনা তৈরি জানিয়েছেন ফিঞ্চ।

ফিঞ্চ বলেন, তারা প্ল্যান করে নিয়েছে কী ভাবে টি২০ ও একদিনের সিরিজে বিরাট কোহলির দলকে সামলাবে। তিনি বলেন, ‘‘আমরা যখন কোনও ট্যুরে যাই তখন আলাদা করে উৎসাহের দরকার হয় না বিশেষ করে সেটা যখন ভারতের বিরুদ্ধে থাকে।''

তিনি আরো বলেন, ‘‘তুমি যদিও একটু এদিক ওদিক কর তাহলেই আঘাত পাবে। আমার মনে হয়, নিজেদের মাঠে একদিনের ক্রিকেটে ওরা সেরা দল। সে কারনে আমাদের ওখানে পুরো আত্মবিশ্বাস নিয়েই যেতে হবে এবং সঙ্গে পরিষ্কার গেম প্ল্যান থাকতে হবে।''

এই বছরের শুরুতে অস্ট্রেলিয়ার মাটি থেকে তিন ম্যাচের ওডিআই সিরিজ ২-১-এ জিতে নিয়েছে ভারত। তার আগে টেস্ট সিরিজেও অস্ট্রেলিয়াকে হারিয়েছে তাদের ঘরের মাঠে। যে কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের আত্মবিশ্বাস অনেকটাই বেশি থাকবে। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে হারতে হয়েছে।
দুই ম্যাচের টি২০ সিরিজ শেষে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ শুরু হবে ২ মার্চ থেকে। প্রথম ম্যাচ হায়দ্রাবাদে। এর পর নাগপুর, রাঁচি, মোহালি ও দিল্লি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়