শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪০ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধুখালীতে বয়স্ক , প্রতিবন্দী ও বিধাবাদের মাঝে ৩০ লক্ষ ৯২ হাজার টাকা ভাতা প্রদান

এস.এম আকাশ: সমাজ সেবা অধিদপ্তর , সোনালী ব্যাংক মধুখালী উপজেলা শাখা ও ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় গতকাল সোমবার সকালে উপজেলার জাহাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৭৬৬ জন বয়স্ক , প্রতিবন্দী ও বিধাবাদের মাঝে ৩০ লক্ষ ৯২ হাজার ১শ টাকা ভাতা প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা সমাজসেবা অফিসার কল্লোল সাহা, সোনালী ব্যাংকের ম্যানেজার মোঃ তমিজউদ্দিন আহমেদ, জাহাপুর ইউপি চেয়ারম্যান মোল্যা মোঃ ইসহাক হোসেন, চ্যানেল এস ও আমাদের নতুন সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি এস,এম আকাশ সহ আরো অনেকে।

উপজেলা সমাজসেবা অফিসার কল্লোল সাহা জানান, মার্চ মাস থেকে ডিসেম্বর ১৮ পর্যন্ত মোট ৯ মাসের ভাতা আজ এক সংগে দেওয়া হয়েছে। এছরাও বয়স্ক ও প্রতিবন্দীরা প্রায় ১৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উপজেলা সোনালী ব্যাংকে গিয়ে ভাতার টাকা উঠানো তাদের জন্য খুব কষ্ট হয়। তাদের কষ্ট কিছুটা কমানোর জন্য আমাদের এই ব্যবস্থা। তিনি বলেন, আগামী ১ বছর যাবৎ আমরা প্রতিটি ইউনিয়নে গিয়ে এই ভাতার টাকা প্রদান করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়