শিরোনাম
◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৫ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবস্ক্রাইবার বৃদ্ধিতে দেশের কনিষ্ঠতম ইউটিউবার অতনুর রেকর্ড

সারোয়ার জাহান : বর্তমান প্রজন্মের কাছে এক জনপ্রিয় নাম ইউটিউব। কিশোর-তরুণদের কাছে তো কথাই নেই। সংবাদ, বিনোদন, তথ্য থেকে শুরু করে ভ্রমণ ও রান্নার রেসিপি পর্যন্ত- সবকিছু যেন চাইলেই দেখে আসা যায় এই ভিডিও শেয়ারিং সাইট থেকে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জনপ্রিয়তার শীর্ষে এই সাইটটি।

বাংলাদেশের কিশোর-তরুণরাও সৃজনশীল সব কন্টেন্ট তৈরি করে সমৃদ্ধ করছে ইউটিউবকে। এখানে ভিডিও আপলোড করে বাড়তি উপার্জনও করছে তারা। এমনই এক কিশোর অতনু জুবায়ের। তবে ওর ব্যাপারটা একটু ব্যতিক্রম। কারণ বাংলাদেশের সবচেয়ে কম বয়সী ইউটিউবার অতনু। সঙ্গে সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ার দিক থেকে ওর ইউটিউব চ্যানেল ‘Autonu Vines’ বর্তমানে বাংলাদেশে শীর্ষে রয়েছে।

নতুন কিছু করে মানুষকে আনন্দ দেয়াই অতনুর নেশা। আর এজন্য বেছে নিয়েছে ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় সাইট ইউটিবকে। ১৬ বছর বয়সেই ইউটিউব দিয়ে জনপ্রিয়দের তালিকায় উঠে এসেছে দেশের কনিষ্ঠতম ইউটিউবার অতনু জুবায়ের। শুধু তা-ই নয়, বাংলাদেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ইউটিউবারও এই কিশোর।

বাংলাদেশে প্রথম স্বল্পতম সময়ের ব্যবধানে সাবস্ক্রাইবার সংখ্যায় লাখ ছাড়িয়েছে অতনু। চলতি মাসের ২ তারিখ তার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল মাত্র সাড়ে সাত হাজার। অথচ ১৪ দিনের ব্যবধানে ১৬ তারিখ তা ছাড়িয়ে যায় এক লাখের মাইলফলক।

বর্তমানে অতনু পড়াশোনা করছে ডেফোডিল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে; ২য় সেমিস্টারে।

মূলত বিভিন্ন ধরনের ফানি মিউজিক ভিডিও তৈরি করে তা ইউটিবউবে নিজের চ্যানেলে আপলোড করে অতনু। এ পর্যন্ত তার সবচেয়ে ভাইরাল ভিডিও ‘এসএসসি এক্সামের ফানি সং’ (ssc examer funny song)। গানটি প্রথম ৯ দিনে দেখে ১১ লাখ দর্শক। এরপর ভ্যালেন্টাইনস ডে নিয়ে তার আরও একটি গান জনপ্রিয় হয়।

এ প্রসঙ্গে অতনু জানায়, স্রেফ আকর্ষণ থেকেই ইউটিউবে আসা তার। আর প্রেরণা হিসেবে কাজ করেছে বড় ভাই। তার ভাষায়, ‘আমার বড় ভাইয়ের কাছে প্রথম ইউটিউব নিয়ে কাজ করার অণুপ্রেরণা পাই। তার কাছেই আমার ইউটিউবের হাতেখড়ি বলতে পারেন। বড় ভাইয়ার সহযোগিতা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব হতো না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়