শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৪ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবির গুলিতে নিহতের ঘটনাটি অনাকাঙ্খিত, বললেন বিজিবি মহাপরিচালক

সাদ্দাম হোসাইন: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে বিজিবির গুলিতে ৩ জন নিহতের ঘটনাটিকে একটি অনাকাঙ্খিত ঘটনা বলে মন্তব্য করেছেন বিজিবি মাহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

বিজিবি মহাপরিচালক বলেন, বিজিবি জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশের ৪ হাজার ৪ শ ২৭ কিমি সীমান্তে জনগণের সাহায্য সহযোগিতা নিয়ে তাদের দায়িত্ব পালন করে থাকে । আমি ওই এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি উভয়পক্ষের জন্য বিষয়টি অনাকাঙ্খিত। এমন ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে এলাকাবাসী এবং বিজিবি উভয়কেই দ্বায়ীত্বশীল ভ’মিকা রাখতে হবে।

তিনি বলেন, এ ঘটনার প্রেক্ষিতে বিজিবির তরফ থেকে উচ্চ পর্যায়ের একটি ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন তিনি। এ সময় তিনি নিহত ও আহতের পরিবারের সাহায্য করার ব্যপারে আশ্বাস দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ঠাকুরগাঁও, ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার ঠাকুরগাঁও, মনিরুজ্জামান, ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ প্রমুখ।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে ৫টি ভারতীয় গরু জব্দ করাকে কেন্দ্র করে সংঘর্ষে বিজিবির গুলিতে ৩ জন নিহত ও বিজিবি সদস্যসহ ১৬ জন আহতের ঘটনা ঘটে। এ ঘটনার ২ দিন পর বিজিবির হরিপুর বেতনা ক্যাম্পের নায়েব সুবেদার জিয়াউর রহমান বাদী হয়ে নিহত ব্যক্তিসহ আড়াইশ ব্যক্তির বিরুদ্ধে ২ টি মামলা করেন। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়