শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১৫ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ানডে দলে ডাক পেলেন মুমিনুল

নিজস্ব প্রতিদেক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে ডাক পেলেন বাংলাদেশ টেস্টের সেরা ব্যাটসম্যান মুমিনুল হক। দ্বিতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিং চোটে পড়েছিলেন মোহাম্মদ মিঠুন। তাই সিরিজের শেষ ম্যাচটি অনিশ্চিত মিঠুনের। তার সঙ্গে যোগ হয়েছে মুশফিকুর রহিমের ইনজুরিও। স্ক্যানের পরেই বোঝা যাবে তৃতীয় ম্যাচ খেলতে পারবেন কি না মুশফিক। মুশফিক না খেলতে পারলে রঙিন পোশাকের দেখা যেতে পারে মুমিনুলকে।

ইনজুরির কারণে দলের সঙ্গে নিউজিল্যান্ড সফর করতে পারেননি সাকিব আল হাসান। তার অভাব বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম দুইটি জিতে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। এই দুই ম্যাচে নিউজিল্যান্ডের পেসারদের গতির সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের টপ অর্ডাররা। দলের তিন সিনিয়র ব্যাটসম্যান তামিম, মুশফিক ও মাহমুদউল্লার পারফর্ম করতে পারেননি।
প্রথম দুই ম্যাচে বলতে গেলে ব্যাট হাতে লড়েছেন মোহাম্মদ মিঠুন। দুই ম্যাচে দুইটি ফিফটি হাঁকিয়েছেন তিনি। দুই ম্যাচে প্রাপ্তি বলতে মিঠুনের লড়াকু ইনিংসই। সিরিজ হারের পর আরও বড় দুঃসংবাদ পেলো বাংলাদেশ। এই সিরিজে দলের সেরা পারফর্মার খেলতে পারবেন না তৃতীয় ওয়ানডে! মূলত দ্বিতীয় ওয়ানডে চলাকালীন হ্যামস্ট্রিং চোটে পড়েন মিঠুন। স্ক্যান করানোর কথা থাকলেও সেটি এখনো করাতে পারেননি তিনি।

তবে ফিজিও প্রাথমিক ধারণা অনুযায়ী ছয়-সাত দিনের জন্য বিশ্রামে থাকতে হবে মিঠুনকে। তাই তো বলাই যায় তৃতীয় ওয়ানডে মিঠুনের না খেলা এক প্রকার নিশ্চিত। মিঠুনের সঙ্গে চোটের মিছিলে যোগ দিয়েছেন মুশফিকও। ব্যাট হাতে এখনো পারফর্ম করতে না পারলেও পরের ম্যাচে বড় ভরসার নাম মুশফিকই। তবে তৃতীয় ওয়ানডেতে মুশফিকও অনিশ্চিত। তবে মুশফিকের চোটটা অনেক পুরনো।
এশিয়া কাপেও পাঁজরের ব্যাথা নিয়ে খেলেছিলেন মুশফিক। সেই পুরনো চোটই আবার দেখা দিয়েছে মুশফিকের। তার ধারণা প্রস্তুতি ম্যাচের সময় এই চোট পেয়েছেন মুশফিক। স্ক্যান করালে হয়ত বোঝা যেত কতটা গুরতর মুশফিকের চোট। মিঠুন ও মুশফিকের স্ক্যান গতকাল স্ক্যান করানোর কথা থাকলেও ডাক্তারের সিরিয়ার পাননি তারা। আশা করছেন আগামীকাল স্ক্যান করাতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়