শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২৩ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় নির্বাচনে বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: কাদের

সমীরণ রায়: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে যারা অংশগ্রহণ করেছে তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। নেত্রী দেশে ফিরলে এ ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) ধানমণ্ডীর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে এক সংবাদ সম্মলনে ওবায়দুল কাদের বলেন, এবার জাতীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ছিলো খুবই কম। তাদের ব্যাপারে আওয়ামী লীগের আগের প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রে কারো বিরুদ্ধে যদি যুদ্ধাপরাধী পরিবারের সদস্য থাকে তাদের প্রার্থিতা বাতিল করা হবে।

জামায়াত প্রশ্নে আওয়ামী লীগ নীতিগত সিদ্ধান্তে অটল উল্লেখ করে কাদের বলেন, জামায়াত নেতারা দল পাল্টালেও আদর্শ পাল্টাবে না। এটা নতুন বোতলে পুরানো পানি।

তিনি আরও বলেন, উপজেলা নির্বাচনে প্রথম ও দ্বিতীয় ধাপে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। বাকি তৃতীয় ধাপে ২২ ফেব্রুয়ারি স্থানীয় মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্ত হবে। আর চতুর্থ ধাপে ২৩ ফেব্রুয়ারি বোর্ডের সভায় সিদ্ধান্ত হবে। পঞ্চম ধাপে নির্বাচন যেহেতু রমজানের ঈদের পর, তাই সিদ্ধান্ত পরে নেওয়া হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সংগঠিনক সম্পাদক বিএম মোজ্জাম্মেল হক, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক আবুস সোবহান গোলাপ প্রমুখ

  • সর্বশেষ
  • জনপ্রিয়