শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪৯ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমবাপের গোলেই জয় এলো পিএসজির

স্পোর্টস ডেস্ক: কিলিয়ান এমবাপের গোলে সাঁত এতিয়েনকে হারিয়েছে টমাস টুখেলের দল পিএসজি। এই গোলের মাধ্যেমেই লিগ শিরোপা ধরে রাখার অভিযানে এগিয়ে চলা দলটি আরেকটি জয় পেল।
প্রতিপক্ষের মাঠে রোববার রাতে ১-০ গোলে জেতে পিএসজি।
চোটের কারণে ছিটকে যাওয়া নেইমার ও এদিনসন কাভানির অনুপস্থিতির প্রভাব ছিল পিএসজির পারফরম্যান্সে। তবে ম্যাচ জুড়ে বল দখলে ঠিকই এগিয়ে ছিল তারা। প্রথম উল্লেযোগ্য সুযোগটিও পেয়েছিল দলটি। ২০ মিনিটে আনহেল দি মারিয়ার বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে ডিফেন্ডারদের পেছনে ফেলেন কিলিয়ান এমবাপে। তবে গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন ফরাসি এই ফরোয়ার্ড।

বিরতির আগে ভালো দুটি আক্রমণ করেছিল স্বাগতিকরা। তবে দুবারই শেষভাগে তালগোল পাকিয়ে ফেলায় সাফল্য মেলেনি।
দ্বিতীয়ার্ধে দশম মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার দি মারিয়ার পাস ডি-বক্সে ফাঁকায় পেয়েছিলেন ইউলিয়ান ড্রাক্সলার। কিন্তু জার্মান মিডফিল্ডারের শট দারুণ নৈপুণ্যে রুখে দেন এতিয়েন গোলরক্ষক।
৭৩ মিনিটে গোলের অপেক্ষা শেষ হয় বর্তমান চ্যাম্পিয়নদের। দানি আলভেসের উঁচু করে বাড়ানো বল পেনাল্টি স্পটের কাছে পেয়ে দারুণ এক ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপে। বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড আসরে এই নিয়ে সর্বোচ্চ ১৯ গোল করলেন।
২৩ ম্যাচে ২০ জয় ও দুই ড্রয়ে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৬২।
১২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ২৫ ম্যাচ খেলা লিল। তিন নম্বরে থাকা লিওঁর পয়েন্ট ৪৬।

  • সর্বশেষ
  • জনপ্রিয়