শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৪৩ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরের মাঠে হারল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: জিরোনার সঙ্গে ঘরের মাঠে হারল রিয়াল মাদ্রিদ। প্রথমে আক্রমণাত্মক শুরু করা মাদ্রিদ কাসেমিরোর গোলে এগিয়ে গিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো জিরোনার সঙ্গে পেরে উঠলো না লা লিগার সফলতম দলটি। লিগে টানা পাঁচ জয়ের পর আবারও হারের হতাশা যোগ হলো মাদ্রিদ শিবিরে।
সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার স্থানীয় সময় দুপুরে ২-১ গোলে জেতে জিরোনা। ক্রিস্তিয়ান স্তুয়ানির গোলে অতিথিরা সমতায় ফেরার পর জয়সূচক গোলটি করেন পোর্তু।
আসরে সপ্তম হারের দিন ম্যাচের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় রিয়াল অধিনায়ক সের্হিও রামোসকে।
লিগে টানা পাঁচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা রিয়াল ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে প্রচ- চাপ তৈরি করে। দ্রুত সাফল্যও পেয়ে যায় তারা। ২৫তম মিনিটে ডান দিক থেকে টনি ক্র্রসের দারুণ এক ক্রসে হেডে বল জালে পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।

আতলেতিকো মাদ্রিদের অঁতোয়ান গ্রিজমানের পর দ্বিতীয় ফরাসি ফুটবলার হিসেবে লা লিগায় ৩০০তম ম্যাচ খেলতে নামা বেনজেমা ৩২তম মিনিটে সহজ সুযোগ পেয়েছিলেন। তবে লুকাস ভাসকেসের গোলমুখে বাড়ানো ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হন ছন্দে থাকা এই স্ট্রাইকার।
বিরতির কিছুক্ষণ আগে জিরোনার মিডফিল্ডার আলেক্স গ্রানেলের দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পাল্টা আক্রমণে বল পায়ে অনেকটা এগিয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষক বরাবর শট নেন বেনজেমা।
দ্বিতীয়ার্ধে প্রথম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মার্সেলোর বুলেট শট কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান জিরোনা গোলরক্ষক। ৫৮তম মিনিটে নিজেদের সেরা সুযোগটি পায় অতিথিরা। মিডফিল্ডার লোসানোর হেড গোলরক্ষক থিবো কোর্তোয়া ঝাঁপিয়ে ঠেকানোর পর আলগা বল ছোট ডি-বক্সের বাইরে পেয়ে উড়িয়ে মারেন আলেক্স গার্সিয়া।

৬৫তম মিনিটে স্তুয়ানির সফল স্পট কিকে সমতায় ফেরে জিরোনা। উরুগুয়ের এই স্ট্রাইকারের শট পোস্টে বাধা পাওয়ার পর ব্রাজিলিয়ান মিডফিল্ডার দগলাস লুইসের ফিরতি শটে বল রামোসের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
সমতায় ফিরে উজ্জীবিত হয়ে ওঠা জিরোনা খানিক পর এগিয়ে যেতে পারতো। তবে পোর্তুর জোরালো শট পোস্টে লাগলে সে যাত্রায় বেঁচে যায় রিয়াল।
৭৫তম মিনিটে বের্নাবেউকে থমকে দিয়ে ঠিকই এগিয়ে যায় জিরোনা। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে হন্ডুরাসের ফরোয়ার্ড লোসানোর নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকান কোর্তোয়া। কিন্তু আলগা বল ফাঁকায় পেয়ে নিচু হেডে পোস্ট ঘেঁষে লক্ষভেদ করেন স্প্যানিশ মিডফিল্ডার পোর্তু।
ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠা রিয়াল শেষ ১০ মিনিটে কয়েকটি সুযোগ পেয়েছিল। বদলি নামা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রের শট লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর আরেক বদলি গ্যারেথ বেলের প্রচেষ্টা গোলরক্ষক রুখে দিলে হতাশা নিয়ে মাঠ ছাড়ে সান্তিয়াগো সোলারির দল।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে বাইসাইকেল কিক নিতে গিয়ে জিরোনার ডিফেন্ডার পেদ্রো আলকালার মুখে আঘাত করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন রামোস। এই নিয়ে লা লিগার ইতিহাসে সর্বোচ্চ ১৯ বার বহিষ্কার হলেন স্প্যানিশ এই ডিফেন্ডার।
২৪ ম্যাচে ১৪ জয় ও তিন ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
শনিবার রিয়াল ভাইয়াদলিদের মাঠে লিওনেল মেসির একমাত্র পেনাল্টি গোলে জেতা বার্সেলোনা ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। আরেক ম্যাচে রায়ো ভাইয়েকানোর মাঠে ১-০ গোলে জেতা আতলেতিকো মাদ্রিদ ৪৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
নবম জয় পাওয়া জিরোনা ২৭ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে উঠে এসেছে। -বিডি নিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়