শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৮ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আইপিএল খেলা না খেলা সাকিবের ইচ্ছে’

নিজস্ব প্রতিবেদক: মার্চের ১৬ তারিখ শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১২তম আসর। আসন্ন বিশ্বকাপের কথা চিন্তা করে আইপিএলে পেসার মুস্তাফিজুর রহমানকে খেলতে অনুমতি দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সাকিবের খেলা না খেলার বিষয়টি তাঁর উপর ছেড়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

রবিবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন, সাকিবের ইচ্ছাকেই গুরুত¦ দেবেন তারা। সাকিব-মুস্তাফিজ আইপিএল না খেললে বাংলাদেশে টুর্নামেন্টটির দর্শক জনপ্রিয়তা কমে যাবে বলেই মনে করেন তিনি।

তিনি বলেন, বিশ্বকাপ মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি মুস্তাফিজুর রহমান আইপিএল খেলবে না। সাকিবকে নিয়ে কথা হচ্ছে, এখানে দেখতে হবে সে কি চায়। কারণ সে আইপিএল খেলতে খুবই আগ্রহী। দ্বিতীয়ত যদি সে না খেলে তাহলে আমার সন্দেহ বাংলাদেশের মানুষ আইপিএল দেখবে কিনা কারণ সবাই এখানে আইপিএল দেখে সাকিব আর মুস্তাফিজের কারণে।

টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান, ক’দিন আগেই শেষ হওয়া বিপিএলের আসরের ফাইনালে বাঁহাতের আঙুলে চোটে পড়ে চলতি নিউজিল্যান্ড সফরের দল থেকে ছিটকে গেছেন।

এর আগেই সাকিব সুস্থ হয়ে যাবেন বলে ধারণা সবার। আইপিএলে সাকিব ইনজুরি নিয়ে সতর্ক থাকবেন বলেই বিশ্বাস বিসিবি সভাপতির। ফ্রাঞ্জাইজি টুর্নামেন্টে পাওয়া চোটে জাতীয় দলের খেলা মিস করলে এটা সবচেয়ে খারাপ ব্যাপার হবে বলে জানালেন নাজমুল হাসান।

তিনি আরো বলেন, অবশ্যই এরকম টুর্নামেন্ট খেললে ইনজুরিতে পড়ার অনেক সম্ভাবনা থাকে। সবচেয়ে খারাপ ব্যাপার হবে যদি আমাদের কোন ক্রিকেটার এ ধরনের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে চোট জাতীয় দলের খেলার মিস করে। আমার মনে হয় সে সতর্ক থাকবে। এছাড়া কি বলতে পারি।

উল্লেখ্য, গত আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মুস্তাফিজ এবং সানরাইজেস হায়দ্রাবাদের হয়ে সাকিব-আল-হাসান খেলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়