শিরোনাম

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২৬ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর পল্টনে ডাস্টবিন খেকে গ্রেনেড-গুলি উদ্ধার

অনলাইন ডেস্ক : রাজধানীর পল্টনের বক্স কালভার্ট এলাকার একটি ডাস্টবিন থেকে ৫৫ রাউন্ড গুলি ও একটি তাজা আর্জেস গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে এগুলো উদ্ধার করা হয়েছে। পরে খবর পেয়ে কাউন্টার টেরোরিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আর্জেস গ্রেনেডটি নিষ্ক্রিয় করেছেন। সূত্র বাংলা ট্রিবিউন

 

পল্টন থানার ওসি মাহমুদুল হক বলেন, ‘রোববার  রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন টোকাই লোহার ডাস্টবিনে গুলি ও গ্রেনেড দেখে টহল পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেড দেখে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে গ্রেনেডটি নিষ্ক্রিয় করেন।’

 

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ৮ রাউন্ড নাইন এমএম পিস্তলের গুলি, ২৮ রাউন্ড একে ফোর্টি সেভেন রাইফেলের গুলি ও ১৯ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়েছে। গুলির গায়ে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা রয়েছে।

 

বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ চৌধুরী বলেন, ‘গ্রেনেডটি দেখতে কিছুটা পুরানো হলেও তাজা ও শক্তিশালী ছিল। খবর পেয়ে আমরা সেটি নিষ্ক্রিয় করেছি।’

পুলিশের একজন কর্মকর্তা জানান, গুলি ও গ্রেনেড পুরানো হলেও এগুলো মুক্তিযুদ্ধের সময়কার নয়। আর্জেস গ্রেনেডটি একুশে আগস্ট গ্রেনেড হামলায় ব্যবহৃত গ্রেনেডের মতো মনে হয়েছে। এগুলো কেউ এই ডাস্টবিনে রেখে গেছে বলে তারা ধারণা করছেন।

 

ওই কর্মকর্তা জানান, বিষয়টি তারা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছেন। এসব গ্রেনেড গুলি কার হেফাজতে ছিল তা জানার চেষ্টা চলছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়