শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩১ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলবেন গেইল

খালিদ আহমেদ : ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ২০১৯ সালের বিশ্বকাপের পর আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন উইন্ডিজ ওপেনার ক্রিস গেইল। রোববার ক্রিস গেইলের অবসরের বিষয়টি নিশ্চিত করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।

টুইটারে উইন্ডিজ ক্রিকেট বোর্ড জানায়, “উইন্ডিজ ব্যাটসম্যান ক্রিস গেইল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ২০১৯ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।” সূত্র আরটিভি

১৯৯৯ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় ক্রিস গেইলের। এখন পর্যন্ত  তিনি খেলেছেন ২৮৪ টি ওয়ানডে ম্যাচ। এর মধ্যে বিশ্ব একাদশের হয়ে মাঠে নেমেছেন তিন ম্যাচে।

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় নামগুলোর একটি ক্রিস গেইল। টি-টোয়েন্টি, টেস্ট কিংবা ওয়ানডে। যে কোনও ফরম্যাটেই ভয়ঙ্কর হয়ে উঠেন প্রতিপক্ষের বিপক্ষে। টেস্ট ক্রিকেটে যদি আর না ফিরেন তাহলে ২০১৪ সালে অনানুষ্ঠানিক ভাবে শেষ টেস্ট খেলে ফেলেছেন বাংলাদেশের বিপক্ষে।

ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলে যাচ্ছেন ৩৯ বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান। টি-টোয়েন্টি নিয়মিত হলেও ওয়ানডেতে তেমন না। তবে দলের প্রয়োজনে ঠিকই ওয়ানডে খেলেন এই ব্যাটিং দানব।

সবশেষ ওয়ানডে খেলেছেন বাংলাদেশের বিপক্ষেই। দলে আছেন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও।

এ পর্যন্ত দেশের হয়ে ওয়ানডে খেলেছেন ২৮৪টি আন্তর্জাতিক ম্যাচ। প্রায় বিশ বছরের ক্যারিয়ারে ৩৭.১২ গড়ে মোট রান করেছেন ৯ হাজার ৭২৭। আছে ২৩টি শতক আর ৪৯টি অর্ধশতকের ইনিংস।বল হাতেও গেইল নিয়েছেন ১৬৫ উইকেট। এক ম্যাচে সর্বোচ্চ ৫টি উইকেট। এছাড়া ৪টি করে উইকেট নিয়েছেন তিন ম্যাচে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়