শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০৩ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটি টাকা হাতিয়ে ঢাকা ছাড়ার সময় থাই নাগরিক আটক

অনলাইন ডেস্ক : শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ কিয়াতকাতি সমিয়ত নামের এক থাই নাগরিককে আটক করেছে । রবিবার সন্ধ্যায় থাইল্যান্ডে যাওয়ার চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে। পুলিশ বলেছে কিয়াতকাতি সমিয়ত প্রতারনার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিয়ে থাইল্যান্ডে পালিয়ে যাচ্ছিল ।

ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা সমিয়তকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ১ কোটি টাকা প্রতারণার অভিযোগে সম্প্রতি আদালতে অমিত গ্রুপের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দ্বায়িত্ব দিয়েছে। পিবিআই ইমিগ্রেশন পুলিশকে তার বর্হিগমন রোধের জন্য অনুরোধ করে। বিষয়টি টের পেয়ে সমিয়ত রবিবার সন্ধ্যায় থাইল্যান্ডে যাওয়ার প্রাক্কালে শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশনের জন্য গেলে ওই সময় পুলিশ তাকে আটক করে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালে সমিয়ত থাই রিক্রিয়েশন ক্লাবের শেয়ার হস্তান্তরের জন্য অমিত গ্রুপের নিকট ৩ কোটি টাকার চুক্তি হয়।চুক্তি মোতাবেক ওই দিন ১ কোটি টাকার চেক নেন সমিয়ত। পরবর্তীতে দীর্ঘদিন তিনি শেয়ার ট্রান্সফার না করে টালবাহানা করতে থাকেন। এক পর্যায়ে অমিত গ্রুপ জানতে পারে ২০১১ সালেই সমিয়ত অন্য এক প্রতিষ্ঠানের নিকট শেয়ার হস্তান্তর করেছেন। পরে অমিত গ্রুপ প্রতারণার শিকার হয়েছে বুঝতে পেরে আদালতে মামলা দায়ের করে। আর মামলার প্রেক্ষিতেই আটক হন সমিয়ত।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়