শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪২ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাবাহিনীকে পাল্টা হামলার স্বাধীনতা দেওয়া হয়েছে: মোদি

ডেস্ক রিপোর্ট : কাশ্মিরে আত্মঘাতী হামলায় অন্তত ৪০ আধা-সামরিক পুলিশ বাহিনীর অন্তত ৪০ সদস্য নিহত হওয়ার প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতীয় সেনাবাহিনীকে পাল্টা হামলা চালানোর পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তিনি বুঝতে পারছেন, ‘কাশ্মির হামলার প্রেক্ষিতে ভারতীয় জনগণের মনে কত তীব্র ক্ষোভ তৈরি হয়েছে’ এবং ‘দেউলিয়া হয়ে যাওয়ার দ্বারপ্রান্তে থাকা প্রতিবেশী দেশটি সন্ত্রাসের অপর নাম হয়ে উঠেছে।’ এ বিষয়ে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারিতে মুদ্রিত সংখ্যার প্রধান শিরোনাম করেছে, ‘ফোর্সেস ফ্রি টু হিট ব্যাক: পিএম।’

গত বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) কাশ্মিরের পুলওয়ামাতে দেশটির ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়ি বহরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। আরডিএক্স বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে আদিল মোহাম্মদ দার বিস্ফোরণটি ঘটায়। এতে বহরের ৭০টি গাড়ির মধ্যে একটি বাস সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এতে বাহিনীটির অন্তত ৪০ জন সদস্য প্রাণ হারিয়েছে। হামলার পর জইশ-ই-মোহাম্মদ নামের জঙ্গি সংগঠন এর দায় স্বীকার করে।

গত শনিবার মহারাষ্ট্রে দেওয়া এক ভাষণে মোদি বলেছেন, কাশ্মির হামলায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে তিনি ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। দায়িদের শাস্তি নিশ্চিতে তারা যা ঠিক মনে করে তা করতে পারে। মোদির ভাষ্য, ‘কীভাবে, কখন, কোথায় এবং কার মাধ্যমে হত্যাকারী ও তাদের সহযোগীদের শাস্তি নিশ্চিত করা হবে তা নির্ধারণ করবে আমাদের সেনাবাহিনী। জঙ্গিরা যেখানেই লুকিয়ে থাকুক না কেন আমাদের সেনাবাহিনী তাদেরকে খুঁজে বের করবেই। ধৈর্য্য ধরুন এবং তাদের ওপর আস্থা রাখুন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়