শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫১ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাছ পরিবহনের আড়ালে ইয়াবা ব্যবসা, বিপুল সংখ্যক ইয়াবাসহ আটক ৩

সুজন কৈরী : রাজধানীর মোহাম্মদপুরের টিক্কাপাড়া এলাকা থেকে ১৮ হাজার ৫শ’ পিস ইয়াবাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-২। আটককৃতরা হলো- আব্দুস সালাম ওরফে জনি (৩৩), মো. আরমান হোসেন (৩২) ও মো. ইমরান হোসেন (৩২)। তাদের কাছ থেকে নগদ ১লাখ ৮হাজার ৫শ’ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব-২ এর এএসপি ও সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ সাইফুল মালিক বলেন, রোববার সকাল ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেটের একটি চালান মাছবাহী ট্রাকে করে মাদক ব্যবসায়ীরা মোহাম্মদপুরের কৃষি মার্কেটে মাছের চালান সরবরাহের আড়ালে বহন করে নিয়ে আসছে। ওই সংবাদের ভিত্তিতে কৃষি মার্কেটে অভিযান চালানোর আগেই ব্যবসায়ীরা ইয়াবার চালান খালাস করে মোহাম্মদপুরের হাজী চিন্নু মিয়া রোড সংলগ্ন আনোয়ারা ভিলা নামক ভবনের তিন তলায় মজুদ করেছে। পরে ঝটিকা অভিযান চালিয়ে সকাল সাড়ে ৭টায় ওই বাড়ির ভাড়াটিয়া আব্দুস সালাম, আরমান ও ইমরানকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৮ হাজার ৫শ’ পিস ইয়াবা ও নগদ ১লাখ ৮হাজার ৫শ’ টাকা উদ্ধারের পর জব্দ করা হয়।

আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, বর্তমান যুব সমাজে ইয়াবার ব্যাপক চাহিদা থাকায় চড়া দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাছবাহী ট্রাকে করে ইয়াবা ট্যাবলেট রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করছে। গত ৬ বছর ধরে মাছ পরিবহনের আড়ালে ইয়াবার চালান সরবরাহ করেছে তারা বলে জানিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়