শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৬ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীরে সন্ত্রাসী হামলা; পাকিস্তানের সব পণ্যে ২০০ ভাগ শুল্কারোপ করল ভারত

লিহান লিমা: কাশ্মীর হামলার পর পাকিস্তান থেকে আমদানিকৃত সকল পণ্যে শুল্কারোপ বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে ভারত। শনিবার রাতে দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি টুইটারে বলেন, ‘অতিসত্ত্বর পাকিস্তান থেকে আমদানিকৃত সকল পণ্যে ২০০ ভাগ করে শুল্কারোপ করা হবে।’ ব্লুমবার্গ, দ্য ইন্ডিপেনডেন্ট, ইয়ন

এর আগে বাণিজ্যক্ষেত্রে সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত দেশগুলোর তালিকা থেকে পাকিস্তানকে বাদ দেয় ভারত। এর ফলে ভারত ও পাকিস্তানের মধ্যকার প্রায় ২৬১ কোটি মার্কিন ডলারের দ্বিপক্ষীয় চুক্তি ক্ষতিগ্রস্থ হবে বলে মনে করা হচ্ছে। তবে পাকিস্তানের অর্থমন্ত্রী আসাদ ওমর বলেছেন, সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত দেশগুলোর তালিকা থেকে ভারতের বাদ দেয়া পাকিস্তানের অর্থনীতিতে কোন প্রভাব ফেলবে না। ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের মতে, পাকিস্তান থেকে ফল, লবণ, জ্বালানি ও সারের মতো পণ্য আমদানি করে ভারত।

বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামায় এক সন্ত্রাসী হামলায় ৪৯জন ভারতীয় সেনা নিহত হন। পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠি জইশ-ই-মোহাম্মদ এই হামলার দায় শিকার করে। ভারত বলছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এই হামলার সঙ্গে জড়িত। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী মোদি তার ভাষণে বলেন, ভারত এই ঘটনার উপযুক্ত জবাব দেবে। সেনাবাহিনীকে সিদ্ধান্ত নেয়ার পূর্ণ ক্ষমতা দেয়া হলো। সন্ত্রাসী গোষ্ঠি ও তাদের মদদদাতাদের বলতে চাই তারা অনেক বড় ভুল করেছে, এখন তাদের এরজন্য চরম মূল্য দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়