শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩২ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌবন কালের ইবাদত আল্লাহর অধিক পছন্দ

নূর নাহার আলো : ইসলাম ও কোরআনের জন্য সবচেয়ে বেশি যাদের অবদান, তারা বেশিরভাগই যুবক ছিলেন। সাহাবি হজরত ওমর ফারুক (রা.) যখন ইসলাম ধর্মগ্রহণ করেন, তখন তার বয়স ছিল ২৭ বছর। হজরত ওমর (রা.) ইসলাম ধর্ম কবুল করে ক্ষান্ত নন; তিনিই সর্বপ্রথম আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদকে (সা.) বলেছিলেন, হে প্রিয় নবী, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। রাসুল বললেন, অবশ্যই, কী তোমার প্রশ্ন? তিনি (হজরত ওমর) বললেন, ইয়া রাসুলুল্লাহ (সা.), আপনি যে ধর্ম আমাকে গ্রহণ করালেন এই ধর্ম তো অবশ্যই সত্য? রাসুলুল্লাহ বললেন, আপনি যে মহান আল্লাহপাকের কথা বলেছেন সেই আল্লাহ তো আমার রব, এটাও তো সত্য। রাসুল (সা.) বললেন, হ্যাঁ সত্য। আবার বললেন, আপনি যে আমাদের রাসুল (সা.) এটাও তো সত্য।

রাসুল (সা.) বললেন, হ্যাঁ সত্য। তিনি আরও জিজ্ঞেস করলেন, আপনি যে আমাদের জন্য মহান আল্লাহপাকের বাণী তথা পবিত্র কোরআন শোনাচ্ছেন এটাও তো সত্য? রাসুল বললেন, হ্যাঁ সত্য। রাসুলুল্লাহ, আমার ধর্ম সত্য, আমার রব সত্য, আমার রাসুল সত্য, আমার পবিত্র কোরআন সত্য; তাহলে আমি আজ থেকে মক্কাবাসীকে জানিয়ে দিতে চাই, এই ইসলাম ধর্ম আমি কবুল করেছি। তিনি মক্কার কাফেরদের উদ্দেশে পাহাড়ের ওপর দাঁড়িয়ে ঘোষণা দিতে শুরু করলেন, হে মক্কার কাফেররা, তোমরা শোনো- আমি ইসলাম ধর্ম কবুল করেছি আর ইসলামই হলো সত্য ধর্ম। তাই তোমাদের আমি জানিয়ে দিতে চাই, এখন থেকে ইসলামের দাওয়াত আর গোপনে হবে না, প্রকাশ্যে হবে। সুতরাং তোমরা যেন কেউ বাধা দিতে এসো না। আমি ওমর তাহলে বসে থাকব না, তার উচিত শিক্ষা দিয়ে দেব।

তারপর থেকেই ইসলাম প্রচার তথা আজান দেওয়া শুরু হলো প্রকাশ্যে এবং উচ্চস্বরে; অর্থাৎ তিনি ছিলেন যুবক। আরও যুবক ছিলেন অনেক সাহাবি; যেমন- আবু বকর (রা.) ছিলেন। অন্যতম একজন যুবক আলী (রা.) ছিলেন একজন তরুণ সাহাবি অর্থাৎ ইসলাম প্রচারের ক্ষেত্রে যুবকরাই ছিল সর্বসেরা। এমনকি আমাদের দেশের কথা যদি বলি, ১৯৭১ সালে দেশ স্বাধীনতার যখন ঘোষণা এলো, তখন ঝাঁপিয়ে পড়েছিল যুবকরাই। তাই আবারও বলতে পারি, যুবকরা সব ক্ষেত্রেই এগিয়ে। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) বলেন, মহান আল্লাহপাকের কাছে যুবকদের ইবাদত সবচেয়ে আগে কবুল হয়।

তাই তিনি যুবকদের আমলের জন্য বিশেষভাবে তাগিদ দিতেন এবং এ কথাও তিনি বলতেন, মহান আল্লাহপাক কিয়ামত দিবসে যে প্রশ্ন করবেন তার মধ্যে অন্যতম হলো, তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছো? তাই আসুন, আমরা সুস্থ-সবল জীবন নিয়ে যৌবনের তাড়না সময়মতো খারাপ কাজ থেকে বিরত থেকে আল্লাহর ডাকে সাড়া দিই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়