শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪২ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজহারউদ্দিনের চোখে বিশ্বকাপে ভারতের একাদশ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগমুহূর্তে ওয়ানডে দলে জায়গা হারানো কার্তিকের জন্য সুখকর অনুভূতি নয়। অস্ট্রেলিয়া সিরিজের দলে না রাখায় বিশ্বকাপের ভারত দলেও তার জায়গা হবে না বলে ধারণা করা হচ্ছে। এমন অবস্থায় কার্তিকের উপর ভরসা রাখেননি দেশটির সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনও।

বিশ্বকাপে একাদশ কেমন হওয়া উচিত- এ নিয়ে ভারতের ক্রিকেট অঙ্গনে চলছে আলোচনা। আজহারউদ্দিনও দিয়েছেন তার একাদশ। আর সেই একাদশেও জায়গা হয়নি কার্তিকের। অস্ট্রেলিয়া সিরিজের দলে ডাক পেয়ে চমক জাগানো রিশাভ প্যান্ট জায়গা পেয়েছেন আজহারউদ্দিনের একাদশেও।

আজহারউদ্দিনের ঘোষিত একাদশের সাথে অবশ্য ভারতের বর্তমান একাদশের বেশ মিল রয়েছে। ব্যাটিং উদ্বোধনীতে ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ভরসা রেখেছেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের উপরই। এরপর রয়েছে অধিনায়ক বিরাট কোহলি, যিনি দীর্ঘদিন ধরে ব্যাটিং অর্ডারের উপরিভাগ ও তিন নম্বর জায়গাকে আগলে রেখেছেন শক্ত হাতে। কোহলির পর চতুর্থ স্থানে আজহারউদ্দিন জায়গা দিয়েছেন আলোচিত রিশাভ প্যান্টকে। আর উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির গ্লাভসেই আস্থা রেখেছেন তিনি।

অলরাউন্ডার হিসেবে একাদশে রয়েছেন দুইজন ক্রিকেটার। একজন স্পিনিং অলরাউন্ডার কেদার যাদব এবং অপরজন পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ইংল্যান্ডের পেস বান্ধব কন্ডিশনের কথা চিন্তা করে একাদশে আজহারউদ্দিন রেখেছেন তিনজন ফাস্ট বোলার। এরা হলেন- ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও জসপ্রিত বুমরাহ। আর স্পিন দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কূলদ্বীপ যাদব ও যুযবেন্দ্র চাহালের যেকোনো একজনকে বেছে নেওয়ার পরামর্শ রেখেছেন আজহারউদ্দিন।

একনজরে আজহারউদ্দিনের নির্বাচিত ভারতের বিশ্বকাপ একাদশ : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রিশাভ প্যান্ট, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, কূলদ্বীপ যাদব/যুযবেন্দ্র চাহাল। ক্রিকটাইম

  • সর্বশেষ
  • জনপ্রিয়