শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৩ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার মনে হয় বদি আত্মসমর্পণে বাধ্য হবেন, বললেন কাশেম হুমায়ুন

ফাহিম বিজয় : দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স প্রসঙ্গে বলেছেন, মাদকের অন্যতম ব্যবসা হলো, ইয়াবা। বর্তমান সরকার এর বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়েছে। বদিকে কেন্দ্র করে তো আর ব্যবসাটি গড়ে ওঠেনি। এটি একটি সিন্ডিকেট। বদি এমন কোনো লোক হয়ে যাননি যে, ব্যবসাটি তিনি একা করবেন। ডিবিসির সংবাদ সম্প্রসারণ অনষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমানে বদির আপন চারভাই আত্মসমর্পণ করেছেন। ধাপে ধাপে বিষয়টি এগোচ্ছে। আমার মনে হয় যে, সরকারের প্রতি যদি জনসমর্থন রাখা যায়, তাহলে বদিও আইনশৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবেন।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধানমন্ত্রী মনে করছেন, বর্তমানে তরুণ প্রজন্ম এর মাধ্যমে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাই তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। ইয়াবা আমাদের জন্য একটি কলঙ্ক। এর আগে মাদক বিরোধী অভিযানে তিনশ’র মতো মানুষকে ক্রস ফায়ার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, কাউকে রেহাই দেয়া হবে না। তাই মাদক নির্মূলের জন্য সময় দিতে হবে। একদিনে তো আর সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়