শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৯ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট জয়ের জন্য যুবাদের দরকার ৩৩৩ রান

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জয়ের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ৩৩৩ রান। সফরকারী ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেট হারিয়ে ২২৩ রান করে ইনিংস ঘোষনা করে। প্রথম ইনিংসে ১০৯ রানে পিঁছিয়ে থেকে ৩৩৩ রানের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জন্য।

দ্বিতীয় ইনিংসে ৩৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ উইকেটের বিনিময়ে ৩৪ রান করে তৃতীয় দিন পার করে টাইগার যুবারা। বাংলাদেশের হয়ে ওপেনার তানজিদ হাসান অপরাজিত আছেন ২৮ রান করে। তৃতীয় দিন শেষে ২৯৯ রানে পিছিয়ে আছে বাংলাদেশ দল।

এর আগে, তৃতীয় দিনে ৬ উইকেটে ১৯৪ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ দল বাকি চার উইকেট হারিয়েছে মাত্র ৩৪ রানে।
ফলে টাইগার যুবাদের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২২৮ রানে। ৬২ রানে অপরাজিত মাহমুদুল হাসান আউট হন ৭৪ রানে। নিচের সারির আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারেননি। ইংলিশ পেসার কেসি অলড্রিজ একাই নিয়েছেন ৪ উইকেট।

টাইগার যুবাদের বিপক্ষে প্রথম ইনিংসে জেমি স্মিথ দারুণ খেলেও সেঞ্চুরি পাননি ১০ রানের জন্য। দ্বিতীয় ইনিংসে সেই আক্ষেপ পূরণ করেছেন দারুণ এক সেঞ্চুরি দিয়ে। সারের এই তারকা ব্যাটসম্যান ১০৬ বলে ১০৪ রানের ইনিংস খেলেছেন। বড় লিডের পর ব্যাট সাবধানী শুরু করলেও একপ্রান্ত আগলে রেখে দলের রানের চাকা সচল রেখেছেন স্মিথ।

স্মিথ ছাড়া আর কেউ তেমন বড় সংগ্রহ গড়তে পারেনি। সাতে নেমে দলের দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ বলে ৩০ রান করেছেন উইকেটকিপার জর্ডান কক্স। মূলত এই দুজনের ব্যাটেই দ্বিতীয় ইনিংসে ২২৩ রানের পুঁজি পায় ইংল্যান্ড।

শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ৯ উইকেট, বাংলাদেশের ২৯৯ রান। সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়