শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৬ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা গনহত্যায় সেনাবাহিনীর জড়িত থাকার কোন প্রমাণ নেই: মিয়ানমার সেনাপ্রধান

নূর মাজিদ : রোহিঙ্গা নির্যাতনে মিয়ানমারের সেনাবাহিনীর জড়িত থাকার কোন প্রমাণ নেই। দাবী মিয়ানমারের সেনাপ্রধান মিং অং হাইলাংয়ের। গত শুক্রবার প্রভাবশালী জাপানি দৈনিক আসাহি শিম্বুনকে দেয়া সাক্ষাৎকারে এমন দাবী করেন। মিয়ানমারের সেনাপ্রধানের পক্ষ থেকে বৈশ্বিক গণমাধ্যমকে দেয়া এমন সাক্ষাৎকারের খুবই বিরল একটি ঘটনা। ইয়ন, র‌্যাপলার

২০১৭ সালের আগস্টে গনহত্যা ও নির্যাতনমূলক সেনা অভিযান থেকে বাঁচতে প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়। জাতিসংঘ একে গনহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে চিহ্নিত করে তীব্র নিন্দা জানায়। জাতিসংঘ এই গনহত্যার নির্দেশদাতা ও মূল পরিকল্পনাকারী জেনারেল হাইলাংসহ মিয়ানমারের শীর্ষ সামরিক অফিসারদের বিচারের দাবীও জানায়। তবে মিয়ানমারের সেনাবাহিনী তাদের নিরাপত্তা চৌকিতে হামলার প্রেক্ষিতে সন্ত্রাসদমন অভিযান করা হয়েছে বলে রোহিঙ্গা গনহত্যাকে বৈধতা দেয়ার চেষ্টা চালায়। এবং তারা সকল প্রকার গনহত্যা, জাতিগত শুদ্ধি-অভিযান এবং নির্যাতনের অভিযোগ অস্বীকার করে।

শুক্রবার আসাহি শিম্বুনকে দেয়া সাক্ষাৎকারেও পূর্বের দাবীগুলোর পুনরাবৃত্তি করেছেন মিয়ানমারের সেনাপ্রধান। তিনি বলেন, গনহত্যা এবং নির্যাতনে সেনাবাহিনী জড়িত এমন দাবী অমূলক। এই অভিযোগগুলোর কোন ‘নিশ্চিত’ প্রমান নেই। এই সময় তিনি আরো অভিযোগ করেন, এই সমস্ত মিথ্যে দাবীর মাধ্যমে দেশটির জাতীয় মর্যাদাহানির চেষ্টা করা হয়েছে।
সাধারণত সেনাপ্রধান মিং হাইলাং রোহিঙ্গা গনহত্যা নিয়ে বক্তব্য দিতে ফেসবুককেই বেঁছে নিতেন। কিন্তু, সমালোচনা ও প্রতিবাদের মুখে ফেসবুক গত বছর তার একাউন্ট বন্ধ করে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়