শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৯ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৩ তারিখের মধ্যেই বঞ্চিত শিক্ষকদের নিয়োগের দাবি

জাফরুল আলম : চলতি ২৩ ফেব্রুয়ারির মধ্যে ৬ মাস মেয়াদি ডিপ্লোমা কোর্সধারী নিবন্ধিত সহকারী শিক্ষকদের (আইসিটি) নিয়োগ দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন বঞ্চিত শিক্ষকরা।

রোববার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, গত বছরের ১৯ ডিসেম্বর এনটিআরসিএ কর্তৃক জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে অনলাইনে আবেদন করি। আবেদনের ফলাফল জাতীয় মেধা তালিকা অনুযায়ী প্রকাশিত হয় এবং সেই অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে সুপারিশ প্রদান করেন কর্তৃপক্ষ।

উক্ত সুপারিশ পত্রের মাধ্যমে আরো জানানো হয়, উত্তীর্ণদের চলতি মাসের ২৪ তারিখের মধ্যে নির্ধারিত প্রতিষ্ঠানে যোগ দিতে হবে এবং এর আগের দিন ২৩ ফেব্রুয়ারি যোগদান নিশ্চিত না করলে সেই পদটি শূন্য হয়ে যাবে।

বক্তারা আরও বলেন, সুপারিশ পত্র পাওয়ার পর আমরা স্ব স্ব প্রতিষ্ঠানে উপস্থিত হবার পরেও আমাদেরকে যোগদান করানো হয়নি। বরং এনটিসিআরএ কর্তৃপক্ষ বিশেষ ঘোষণায় আমাদেরকে যোগদান পত্র না দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের প্রতি আদেশ জারি করেছেন।

সংবাদ সম্মেলনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রধান, এনটিআরসিএ চেয়ারম্যানকেও চিঠি দেই। কোন প্রতি উত্তর না পেয়ে মাউশি, শিক্ষা উপ-মন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরও চিঠি দিয়েছি। কিন্তু আশানুরূপ কোন ফলাফল পাচ্ছি না। তাই এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই হাইকোর্ট ৬ মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা কোর্সধারীদের সনদের বৈধতা দিয়েছেন। সেই প্রেক্ষিতে ১ হাজার ৯৫ জনকে নিয়োগও দিয়েছেন বলে জানান তারা। এখন আমাদের নিয়োগে কর্তৃপক্ষের এহেন গরিমসি আমাদেরকে চরম বিপাকে ফেলেছেন।

তারা বলেন, এমতাবস্থায় সরকার যদি আমাদের এ সমস্যার সমাধান না করেন তাহলে আমরা চরম সংকটের মধ্যে পড়ে যাব। তাই সরকারের কাছে দ্রুত এ সমস্যার সমাধানে পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।

ওসমান গণি মজুমদারের সভাপতিত্ব সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশিকুর জামান, সুলতানা নাসরিন, শামছুল হক, সফিকুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়