শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১৪ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক মাহফুজ উল্লাহ বললেন, জামায়াতের মন না চিনলে তাদের সংগঠনকে চেনা কঠিন

রুহুল আমিন : সাংবাদিক মাহফুজ উল্লাহ বলেছেন, জামাতের দুইটা বিষয় আছে। একটা মন বা চিন্তা, অপরটি সংগঠন। জামায়াতের মনটাকে না চিনলে এ সংগঠনকে চেনা কঠিন ব্যাপার। রোববার চ্যানেল ২৪ এর মুক্তমঞ্চ অনুষ্ঠানে তিনি আরো বলেন, তাদের চিন্তার সঙ্গে আমাদের চিন্তার অনেক পার্থক্য আছে।

রাজনৈতিক আলোকে জামায়াতকে একমাত্র বুদ্ধিমান সংগঠন বলে মনে করেন সাংবাদিক মাহফুজ উল্লাহ। তিনি বলেন, জিয়াউর রহমানের আমলে তারা নানা কায়দা করে রাজনৈতিক মঞ্চে আবির্ভূত হয়েছে। ১৯৯১ সালে বিএনপিকে সরকার গঠন করার জন্য তারা সমর্থন দিয়েছিলো এবং সেখানে তারা সফল হয়েছিলো তার বিনিময়ে তারা পুরস্কারও পেয়েছে।

মাহফুজুল্লাহ বলেন, জামায়াত শুধু ধর্মান্ধ না, এর সঙ্গে অন্য বিষয়ও জড়িত। প্রথমত, জামায়াত কোনঠাসা অবস্থায় আছে, এটাই বাস্তবতা। দ্বিতীয়ত, তাদের নেতাদের ফাঁসি হবার পর উপরের লেভেলের সঙ্গে নিচের লেভেলেও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

মাহফুজ উল্লাহ আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারে আন্দোলনের সময় মতিউর রহমান নিজামী, তোফায়েল আহমেদ, আনোয়ার হোসেন মঞ্জু, মওদুদ আহমেদরা এক সঙ্গে পাশাপাশি বসে মিটিং করেছেন এবং কর্মসূূচি ঘোষণা করেছেন। ১৯৯৬ সালের নির্বাচনে তাদের চরম বিপর্যয় হয়েছিলো। তারা মাত্র দুইটি আসন পেয়েছিলো। পরবর্তীতে তারা আবার ২০০১সালে বিএনপির সাথে জোট করেছে। তখন তারা ১৭টি আসন পায় এবং দুইটি মন্ত্রীত্বও পায়। এটা বিএপির জন্য বড় একটি ভুল। তিনি বলেন, জামায়াত বিএনপির বোঝা। এই বোঝাকে বহন করার কোন প্রয়োজন নেই। গত পাঁচ বছরে যত নির্বাচন হয়েছে কোন নির্বাচনে জামায়াত বিএনপিকে সহযোগিতা করেনি। বিএনপি যদি জামায়াত ছেড়ে দেয়, তাহলে অনেক জনপ্রয়িতা বাড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়