শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২৫ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গতিই মূল সমস্যা বাংলাদেশের জন্য : সুজন

নিজস্ব প্রতিবেদক : স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে নেপিয়ার ও ক্রাইস্টচার্চে লজ্জাজনক হারের স্বাদ পেতে হয়েছে টাইগারদের। কিউই পেসারদের বলের দুর্দান্ত গতিতে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। অথচ বাংলাদেশের এমন গতিতে বল করার জন্য কোন বোলারই নাই, যার অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে টাইগাররা।

কিউই বোলাররা যেখানে নিয়মিত ১৪০ কিমির ঊর্ধ্বে বল করছে, সেখানে টাইগার বোলারদের গতির সীমা মাত্র ১৩৫-১৪০ কিমি সর্বোচ্চ। এমন গতির সামনে ব্যাটিং করা বলা যায় একেবারেই সহজ নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের সামনে দেয়াল হয়ে দাড়ানোর মতো কোন দ্রুত গতির বোলার বাংলাদেশ দলে নেই বললেই চলে। তাসকিন আহমেদ, রুবেল হোসেনদের মতো গতিসম্পন্ন পেসাররা দলে থাকলে আরেকটু ভালো লড়াই হত মাঠে, ধারণা বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ সুজনের।

‘ওদের যারা বল করছে তাদের সবাই ১৪০ এ বল করছে। আমাদের কিন্তু ওই জোরে বোলারটা নাই। আমরা রুবেলের শুন্যতা অনুভব করছি। রুবেলের পেসটা মিস করছি। হয়তো আমাদের যদি একটা জোরের বোলার থাকত, দ্বিতীয় ইনিংসে উইকেট অনেক সহজ হয়ে যায় ব্যাটিংয়ের জন্য, ফ্ল্যাট হয়ে যায়। আমার মনে হয় লেন্থটা নিয়ে একটু কাজ করলে ভালো। তবে আমি একদম হতাশ না। নিউজিল্যান্ড কন্ডিশন সবসময় কঠিন যে কোনো উপমহাদেশের দলের জন্য। আমি মনে করি ছেলেরা ভালো জায়গায়ই আছে। আমি মনে করি সাকিব ফিরে আসলে টিমের ভারসাম্য ঠিক হয়ে যাবে।’

নিজেদের গতিময় বোলার না থাকায় ১৪০-১৫০ গতির বল খেলতে স্বভাবতই সমস্যায় পড়তে হচ্ছে টাইগার ব্যাটসম্যানদের। ঘরে যেখানে ১৩০-১৪০ গতির বোলিংয়ে খেলে অভ্যস্ত টাইগাররা, সেখানে ১৫০ কিমি গতির বোলিং তাদেরকে রীতিমত প্রতিকূলতায় ফেলে দিচ্ছে।

প্রথম ওয়ানডে পরাজয়ের পর টাইগার মিডেল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন বলেন, ‘আমরা তো এরকম গতির বল খেলে অভ্যস্ত না। ১৫০ কি.মি তে বল করছে, প্রতি বোলার ১৪০কি.মির উপরে বল করছে। আমরা বাংলাদেশি কন্ডিশনে ১৩০ এ খেলে অভ্যস্ত। ওখান থেকে ১৪০-১৫০ কিমি খেলতে কিছুটা সমস্যা হওয়াটা স্বাভাবিক।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়