শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫৯ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই ভাইয়ের লড়াইয়ে জেতেনি কেউ

নিজস্ব প্রতিবেদক : প্রিমিয়ার লিগ ফুটবলের সপ্তম রাউন্ডে মুখোমুখি হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসের ক্রীড়াচক্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই পুত্র শেখ রাসেল ও শেখ জামালের নামে দেশের ফুটবলে ভালো স্থান করে নিয়েছে দল দুটি। আজ দুই ভাইয়ের েলড়াইয়ে জেতেনি কেউই। গোলশূন্য ড্র দিয়েই শেষ হয়েছে সপ্তম রাউন্ডের প্রথম ম্যাচটি।

রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাইফুল বারী টিটুর শিষ্যরা রুখে দিয়েছে জোসেফ আফুসিকে। দুই ভাইয়ের লড়াই যে হাড্ডাহাড্ডি হবে সেটা আগেই অনুমেয় ছিল। পয়েন্ট টেবিলে দু’দলের দূরত্বও খুব বেশি না। ছয় ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট শেখ রাসেলের। সাত ম্যাচে শেখ জামালের পয়েন্ট ১১।

৩৩তম মিনিটে শেখ রাসেলের উজবেকিস্তানের ফরোয়ার্ড আজিজভ আলিশেরের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শট সরাসরি গোলরক্ষকের গ্লাভসে জমে যায়। ছয় মিনিট পর দলটির আরেক ফরোয়ার্ড মোহাম্মদ খালেকুরজ্জামানের শট বাইরের জাল কাঁপায়।

প্রথমার্ধের শেষ দিকে সলোমন কিংয়ের বাড়ানো বল পেরেসের শট দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে শেখ জামালের আরেকটি ভালো সুযোগ নষ্ট হয়।

৬৪তম মিনিটে আলেক্স রাফায়েল দি সিলভার শট ক্রসবারে লেগে ফিরলে ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়ন শেখ রাসেলের হতাশা আরও বাড়ে। সাত মিনিট আগেই ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে বিপলু আহমেদের বদলি নামান কোচ।

শেষ দিকে ডি-বক্সের ভেতরে ফাঁকায় থাকা গাম্বিয়ান ফরোয়ার্ড কিংয়ের শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে গেলে টানা তিন জয়ের পর ফের পয়েন্ট হারায় শেখ জামাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়