শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫৫ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৈয়দ বোরহান কবির মনে করেন জনবিচ্ছিন্ন কর্মসূচির কারণে বিএনপি আত্মহত্যার পথ বেছে নিচ্ছে

জুয়েল খান : সৈয়দ বোরহান কবির বলেছেন, বিএনপির এখন ক্রান্তিকাল চলছে। ভুল রাজনীতি করলেই রাজনীতিক দলকে মাশুল দিতে হয় আর বিএনপি এখন সেই ভুলের মাশুল দিচ্ছে। এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি বলেন, রড় ধনের বিপর্যয়ের কারণে বিএনপির এখন কোনো কাজের প্রতি আগ্রহ থাকছে না। হতাশা থেকেই মানুষ একটা সময় আত্মহত্যার পথ বেছে নেয়, তাই ব্যাপক অর্থে বলতে গেলে বিএনপির এখন আত্মহত্যা কাল চলছে।  সৈয়দ বোরহান বলেন, কোনো রাজনৈতিক দল যখন আদশর্  নিয়ে চলে তখন তার সাময়িক সময়ের জন্য সমস্যা হয় এবং পরে একসময় সইে সমস্যা অতিক্রম করে সামনে এগিয়ে যায়। বিএনপির কোনো নীতি- আদর্শ নেই। শুধু ক্ষমতায় যাওয়ার জন্যই জিয়াউর রহমান এই দলটা গঠন করেন। বিএনপি মূলত ক্ষমতায় থাকায় বেশি পারদর্শী, তারা বিরোধী দলের ভূমিকায় খুবই দুর্বল। তিনি জানান, ১৯৯৬ সালে বিএনপি যখন বিরোধী দলে ছিলো তখনও তারা বিরোধী দল হিসেবে যথাযথ দায়িত্ব পালন করতে পারেনি, তারা সংসদে যায়নি। যদিও তখন তাদের সদস্য সংখ্যাটা অনেক বেশি ছিলো কিন্তু বর্তমানে খুবই কম। এই কম সংখ্যক সদস্য দিয়ে আন্দোলনে যাওয়ার মতো ক্ষমতা তাদের নেই।

তিনি বলেন, গত দশ বছরে বিএনপি জনসম্পৃক্ত কোনো কর্মসূচি দিতে পারেনি। তারা কর্মসূচি দিয়েছে শুধু তাদের দলের নেতাদের মুক্তি, তারেক রহমানের সাজা বাতিল, খালেদা জিয়ার মুক্তি প্রভৃতি ইস্যুতে। জনগণের চাহিদা, মানুষের জীবন মানের উন্নয়নের সাথে সম্পৃক্ত কোনো ইস্যুতে বিএনপি মাঠে নামেনি। এভাবে নেতানির্ভর কর্মসূচির কারণে দিন দিন বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। এখন সময় এসছে বিএনপির আত্মশুদ্ধি কারার। বিএনপি নিজেরাই নিজেদের গৃহবন্দী করে রেখেছে। এভাবেই তারা ক্রমান্বয়ে আত্মহত্যার দিকে ধাবিত হচ্ছে।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়