শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪২ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুরকার রুনা লায়লার অভিষেক

বিনোদন প্রতিবেদক: দেশিয় গানের কিংবদন্তি কন্ঠশিল্পী রুনা লায়লা। আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলা গানের প্রতিনিধিত্ব করে যাচ্ছেন তিনি। তার কণ্ঠে শত শত গান পেয়েছে জনপ্রিয়তা, হয়েছে কালজয়ী।

দীর্ঘ দিনের ক্যারিয়ারে অসংখ্য নাম ও স্বীকৃতিতে ভূষিত হয়েছেন তিনি। তবে এবারই প্রথম সুরকার রুনা লায়লার অভিষেক ঘটলো। সম্প্রতি ‘ফেরাতে পারিনি আর তোমাকে এ ভালোবাসায়’ শিরোনামে একটি গানের সুর করেছেন তিনি। সেইসঙ্গে গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি।

কবির বকুলের কথায় গানটির সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ। গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর নিকেতনের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। এটি প্রকাশিত হবে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে। অনেকদিন পর গান গেয়ে বেশ আপ্লুত ছিলেন তিনি।

এ বিষয়ে রুনা লায়লা বলেন, ‘ধন্যবাদ দিতে চাই ধ্রুব গুহকে। কারণ, তার আগ্রহেই সুরকার হিসেবে এই গানটি করা। ধ্রুব সত্যিকারের একজন সংগীত পিপাসু মানুষ। আমার বিশ্বাস নতুন এই গানটি শ্রোতা দর্শকের ভালোবাসা পাবে।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) পক্ষ থেকে জানানো হয়, রুনা লায়লার এই গানটি শিগগিরই মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়