শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০৯ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব অগ্নিকাণ্ডই অগ্নিকাণ্ড নয় নাশকতাও হতে পারে, বললেন মেয়র সাঈদ খোকন

জিয়ারুল হক : অনেক অগ্নিকাণ্ডই সন্দেহ প্রবণ। তাই সকল অগ্নিকাণ্ডের ঘটনায় সঠিক তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতি আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, সব অগ্নিকাণ্ডকে শুধু অগ্নিকাণ্ড হিসেবে দেখার সুযোগ নেই, নাশকতাও হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। যমুনা টিভি
গতকাল রাজধানীতে অগ্নিকাণ্ডে করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন মেয়র সাঈদ খোকন।

এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রি. জে. (অব.) আলী আহমেদ বলেন, অগ্নিকাণ্ডের মহড়া থাকায় সব রোগীকে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে। তিনি বলেন, ভিতরকার আগুন নির্বাবক ব্যবস্থা সন্তোষজনক না হলেও এখানকার ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফ এবং স্থানীয় লোকদের সাহায্যে দ্রুত রোগীদের সরিয়ে নিতে সক্ষম হই। কোন অনাকাক্সিক্ষত দুর্ঘটনা হয়নি।
গত বৃহস্পতিবার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ আগুন লেগে পুরোপুরি ভস্মিভূত হয় শিশু ও গাইনি বিভাগ এবং স্টোর। আগুন লাগার পর হাসপাতালের স্টাফ, নার্স, ডাক্তার ও স্থানীয়দের সহযোগিতায় ১২০০ রোগিকে সরিয়ে নেয়া হয় অন্য হাসপাতালে। মাস দুয়েক আগে অগ্নিনির্বাপণ মহড়া হয় এই হাসপাতালে।

গোল টেবিল বৈঠকে বক্তারা বলেন, রাজধানীর অধিকাংশ ভবনগুলোতে অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ে যুক্ত করার পরামর্শ দেন বক্তারা। একইসঙ্গে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত ও নিয়মিত মহড়া করার ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। পুলিশের পক্ষ থেকে বলা হয়, অগ্নিনির্বাপক ব্যবস্থাকে অলাভজনক ভাবে প্রতিষ্ঠান মালিকেরা। অথচ একদিনের আগুনে সব শেষ হয়ে যাচ্ছে, এখানে কিন্তু কোটি টাকার ক্ষতি হচ্ছে। অথচ অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকলে এবং মহড়া থাকলে ক্ষয়ক্ষতির পরিমান কমানো সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়