শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪৭ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবারের বিশ্বকাপে ভারত ফেবারিট নয়: সুনিল গাভাস্কর

স্পোর্টস ডেস্ক: আসন্ন ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে বসবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসর। ইতোমধ্যে এই টুর্নামেন্টকে ঘিরে তৈরী হয়েছে উম্মাদনা। বিশ্বকাপের ট্রফি ঘুরছে দুনিয়াব্যাপি। এদিকে আসন্ন বিশ্বকাপের সবচেয়ে শক্ত ফেবারিট কে? এ নিয়ে কম জল্পনা-কল্পনা হচ্ছে না! সাবেক ক্রিকেটাররা জানাচ্ছেন বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়নের কথা। এরি ধারায় ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকর সুনীল গাভাস্কার বিশ্বকাপের ফেবারিটের নাম জানিয়েছেন।
ইংল্যান্ডে হতে যাওয়া আসন্ন বিশ্বকাপে সুনীল গাভাস্কারের বাজি স্বাগতিক ইংল্যান্ডে। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ইংল্যান্ড। এরপর দারুণভাবে নিজেদের খেলার ধরণে পরিবর্তন এনেছে মরগানরা। গত বিশ্বকাপের পর পারফরম্যান্সের দিক থেকে সবচেয়ে ধারাবাহিক দল ইংল্যান্ড। বর্তমানে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও শীর্ষে অবস্থান করছে দলটি।
সুনীল গাভাস্কার ইংল্যান্ডের সম্ভাবনা নিয়ে বলেন, ‘বিশ্বকাপের সবচেয়ে শক্ত ফেবারিট ইংল্যান্ড। টুর্নামেন্টটা তাদের দেশের মাটিতে হবে বলেই নয়, তারা আসলে ওয়ানডে ক্রিকেটের ধরণটাই পরিবর্তন করে ফেলেছে। ২০১৫ বিশ্বকাপের লিগপর্বে সম্ভবত বাংলাদেশের কাছে হেরেছিল দলটি। তারপর থেকে তারা নিজেদের খেলায় আমূল পরিবর্তন এনেছে। যেভাবে তারা খেলোয়াড় বাছাই করেছে, শক্তিশালী দল হিসেবেই গড়ে উঠেছে ইংল্যান্ড।’
এদিকে ইংল্যান্ডের পরেই গাভাস্কারের তালিকায় আছে নিজের দেশ ভারত। অভিজ্ঞতার কারণে ভারতের সম্ভাবনা ভালো থাকলেও ইংল্যান্ডকে হট ফেবারিট বলেছেন গাভাস্কার। তিনি বলেন, ‘টানা দুই বছর খেলায় বিশ্বকাপের স্কোয়াডে থাকা খেলোয়াড়রা কন্ডিশন সম্পর্কে অবগত থাকবে। তাদের অভিজ্ঞতা দিয়ে সম্ভবত ভারত বিশ্বকাপ জিততেও পারে। তবে আমার মনে হয়, সবচেয়ে বেশি ফেবারিট ইংল্যান্ড। তারপর আসবে ভারতের নাম।’
উল্লেখ্য, এবারের বিশ্বকাপ হবে রাউন্ড রোবিন ফরম্যাটে। বিশ্বকাপের টিকেট পেয়েছে দশটি দল। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের সাথে একটি করে ম্যাচ খেলবে। সেখান থেকে সেরা চারটি দল খেলবে নক-আউট স্টেজে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়