শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০৫ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্বাভাবিক দরবৃদ্ধির কারণে শাহজিবাজার পাওয়ার কোম্পানিকে জরিমানা বিসিইসি’র

মারুফুল আলম : শাহজিবাজার পাওয়ার কোম্পানির শেয়ারের কৃৃত্রিম সংকট ও অস্বাভাবিক দরবৃদ্ধির ঘটনায় মামলা না করে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সংস্থাটির সাবেক চেয়ারম্যান বলছেন, এতে শাস্তি না পেয়ে কেবল অর্থদন্ডই ছাড় পেয়ে যায় জালিয়াত চক্র। জরিমানা করলেও এই অর্থ আদায় প্রক্রিয়া সময়সাপেক্ষ, বলছেন পুঁজিবাজার বিশ্লেষকরা। ডিবিসি নিউজ।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠানের বেশিরভাগ শেয়ার কিনে বাজারে কৃত্রিম সংকট তৈরি ও শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধি করা সিকিউরিটিজ আইনের লঙ্ঘন। ২০১৫ সালে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ার কেনাবেচা নিয়ে এমন অভিযোগ ওঠে। পরে ওই বছরের জুনে বিএসইসির ৫৪৬তম কমিশন সভায় এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুঁজিবাজার-সংক্রান্ত বিশেষ মামলা দায়েরের সিদ্ধান্তও নেয়া হয়।

পরে অভিযুক্তদের রিভিউ আবেদনের পর মামলা থেকে সরে আসে কমিশন। গেল সপ্তাহে ৬৭৫তম কমিশন সভায় দুইব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ২ কোটি ৩০ লাখ টাকা জরিমানা করে নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু মামলা না করলেকেবল অর্থদÐ দিয়েই ছাড় পেয়ে যায় জালিয়াত চক্র, এমন কথা বলছেন বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী।

বিএসইসির সাবেক চেয়ারম্যান বলেন, যারা এসব কারসাজি করছে তাদেরও একটি ভীতি থাকা দরকার যে, এসবের ফলে তাদের শাস্তির সম্মুখিন হতে হবে। কেউ যদি ১০কোটি টাকা মুনাফা করে, তাহলে তার দুই কোটি টাকা জরিমানা করা হয়। কারসাজি করে কতো টাকা অর্জন হয়েছে, তার ভিত্তিতেই জরিমানা করা উচিত। জরিমানা যাতে অর্জিত টাকার চেয়ে কম না হয়।
মামলা করলে সেটি নিষ্পত্তিতে দীর্ঘসময় লাগে, তাই বিপুল অঙ্কের এই জরিমানার সিদ্ধান্ত বিএসইসি’র।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইনজীবী এ এম মাসুম বলেন, এসব অপরাধে কোম্পানিগুলোকে ২ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হয়। এর চেয়ে বেশি জরিমানা করা হলে দেখা যাবে তারা কোর্টে গিয়ে মামলাটিকে আরও দীর্ঘস্থায়ী করবে। তবে এই জরিমানার অর্থ আদায় নিয়েও রয়েছে আইনী দীর্ঘসূত্রতা। ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশানের সাবেক সভাপতি মোশতাক আহমেদ সাদেক জানান, এ ধরনের জরিমানা করা হলে সাধারণত কোম্পানিগুলো কোর্টে গিয়ে স্টে অর্ডার নিয়ে আসে। মামলা না করে জরিমানা করে ২ কোটি টাকা আদায় মনে হয় না সহজ হবে। মোট জরিমানার ১৫ শতাংশ অর্থ কমিশনে জমা দিয়ে বিএসইসির এই সিদ্ধান্তের বিষয়ে উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে আইনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়