শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩৬ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেয়াল নির্মাণে অর্থায়নে এখনো সিদ্ধান্ত হয়নি, জানিয়েছে পেন্টাগন

আব্দুর রাজ্জাক : মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে অর্থায়নে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান। সীমান্ত দেয়ালটি আসলেই মার্কিন সামরিক বাহিনীর জন্য প্রয়োজন আছে কিনা বা এর জন্য ঠিক কী পরিমাণ অর্থ প্রতিরক্ষা বাজেট থেকে ব্যয় করা হবে তা এখনো ঠিক করা হয়নি বলে শনিবার তিনি জানিয়েছেন। রয়টার্স, ইয়ন

মার্কিন সামরিক বাহিনীর অবকাঠামো নির্মাণে সাড়ে তিনশ কোটি ডলার ছাড় দেয়ার কথা ভেবেছিলেন শানাহান। তবে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে প্রায় ৮শ কোটি ডলার দাবি করে রেখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই দাবিতে মার্কিন কংগ্রেসের সঙ্গে দ্বন্দ্বের জেরে একাধিকবার দেশটির সরকারে শাটডাউনও করেছেন।

অবৈধ অভিবাসন ঠেকাতে দেয়াল নির্মাণে গত শুক্রবার মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করেছেন ট্রাম্প। যদিও তার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপে গিয়েছে দেশটির হাউজ অব রিপ্রেজেন্টেটিভ। ইতোমধ্যেই ট্রাম্পের এই পদক্ষেপকে আইন ও ক্ষমতার অপব্যবহার দাবি করে তদন্ত করারও ঘোষণা দিয়েছে হাউজ জুডিশিয়ারি কমিটি।

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ মার্কিন সামরিক বাহিনীর জন্য প্রয়োজন আছে কিনা তার আইনগত দিক খোঁজা হচ্ছে। আইনগত বৈধতা খুঁজে পেলেই কেবল দেয়াল নির্মাণের অর্থ ছাড় দেয়া হবে বলে শানাহান জানিয়েছেন। তবে এ বিষয়য়ে প্রাথমিক পর্যালোচনা ইতোমধ্যেই শেষ হয়েছে এবং স্থানীয় সময় রোববার এ বিষয়ে আবারো পুনর্বিবেচনা করা হবে বলে তিনি মন্তব্য করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়