শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২০ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্টে দল হারায় দায়িত্ব ছেড়ে দিলো ইংল্যান্ডের সহকারী কোচ

স্পোর্টস ডেস্ক: তিন টেস্ট, পাঁচ ওডিআই ও তিন টি-টুয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করে ইংল্যান্ড। স্বাগতিক ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হারে ইংলিশরা। উইন্ডিজদের বিপক্ষে দলের এমন ব্যর্থতার পর ইংল্যান্ডের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন পল ফারব্রেস। মার্চে ক্যারিবীয়ানদের বিপক্ষে সফর শেষেই এই পদ থেকে সরে দাঁড়াবেন তিনি।

তবে ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব ছাড়লেও দেশটির ঘরোয়া ক্রিকেটের দল ওয়ারউইকশায়ারের পরিচালকের পদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৫১ বছর বয়সি ফারব্রেস।

২০১৪ সালে ইংল্যান্ডের সহকারী কোচের দায়িত¦ নেন ফারব্রেস। কিন্তু ওয়ানডে বিশ্বকাপ ও অ্যাশেজকে সামনে রেখে তার পদত্যাগের সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকেই। তবে এমন দায়িত¦ ছাড়ার সিদ্ধান্ত নিলেও ইংল্যান্ড জাতীয় দলের সঙ্গে কাজ করে বড় অভিজ্ঞতা অর্জনের কথাই বললেন ৫১ বছর বয়সি এই কোচ।

‘গত পাঁচ বছরে দারুণ সময় কাটিয়েছি ইংল্যান্ড দলের সঙ্গে। বিশ্বের দারুন সব কোচদের সঙ্গে কাজ করে দারুণ সব অভিজ্ঞতা পেয়েছি। বিশ্বসেরা ক্রিকেটাররাও এখানে আছে, সহকারীরাও আছেন। জীবনের অনেক কিছুই এখান থেকে শিখেছি। তাদেরকে সাহায্য করে নিজেকে তৈরি করার চেষ্টা করেছি। এবার নতুন কিছু চেষ্টা করে দেখা যাক।’

তবে ওয়ারউইকশায়ারের দায়িত¦ পেতেও মুখিয়ে আছেন ফারব্রেস। তিনি বলেন, ‘ওয়ারউইকশায়ার দারুণ একটি ক্লাব। তাদের দারুণ ঐতিহ্য আছে এবং আমি এই সুযোগটা পেতে মুখিয়ে আছি।’

উল্লেখ্য, গত বছরের মার্চে পল ফারব্রেসকে বাংলাদেশ দলের হেড কোচের দায়িত¦ দিতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দায়িতে¦র জন্য তাকে রাজিও করিয়েছিল বিসিবি। কিন্তু চুক্তির কাগজপত্র পাঠানোর পর বিসিবিকে তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যোগ দিতে পারবেন না। তবে এর কারণ অবশ্য জানাননি ইংলিশ এই কোচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়