শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২৩ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহরিয়ার কবির বলেছেন, ‘জামায়াত নেতাদের পদত্যাগে সরকারের উচ্ছুসিত হবার কিছু নেই’

মঈন মোশাররফ : ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক শাহরিয়ার কবির বলেছেন, জামায়াতকে একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাইতে বলছেন রাজ্জাক সাহেব। সেটা কোন ভ‚মিকার জন্য? একাত্তরের গণহত্যার জন্য? যুদ্ধাপরাধের জন্য? কিন্তু তিনি ওতো জামায়াত নেতাদের আইনজীবী ছিলেন। তখনতো তাদের পক্ষে আদালতে লড়েছেন। যুদ্ধাপরাধের দায় থেকে তাদেরকে মুক্ত করেতে চেয়েছেন। তখন তিনি এসব কথা বলেন নাই। এটা তাদের কৌশল ছাড়া আর কিছু নয়। এতে সরকারের বা ওবায়দুল কাদেরের উচ্ছাসিত হওয়ার কিছু নেই।

শনিবার ডয়চে ভেলেকে তিনি আরো বলেন, জামায়াত তার রাজনৈতিক ভ‚মিকার জন্য ক্ষমা চাইতে পারে। কিন্তু মানবতাবিরোধী অপরাধ, গণহত্যার জন্যতো ক্ষমা চাইবে না। আর ক্ষমা চাইলেইতো অপরাধ মাফ হয় না। দলের সংস্কারও জামায়াত করবে না। তাদের মওদুদীবাদই বহাল আছে।

তিনি বলেন, রাজ্জাক সাহেবের পদত্যাগ যদি জামায়াতের পরিকল্পনার অংশ না হতো তাহলে জামায়াতের আমির কিভাবে বলেন যে তার সঙ্গে মহব্বতের সম্পর্ক থাকবে। তিনি জানান, এটা জামায়াতের একটি নতুন কৌশল। কারণ যুদ্ধাপরাধীদের বিচার হওয়ার পর যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতের বিচার হবে। তখন বিচারে এই দলটির বিরুদ্ধে অপরাধ প্রমাণ হলে দলই থাকবেনা। যারা দলের সঙ্গে সম্পৃক্ত এবং জামায়াতের যে সম্পদ আছে, তা বাজেয়াপ্ত হবে। তাই তারা নতুন এক প্রতারণামূলক কৌশলের আশ্রয় নিয়েছে। এই পদত্যাগ বা বহিষ্কার জামায়াতের একটি পাতানো কৌশল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়