শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৩৭ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু, বৃষ্টিতে ভোগান্তিতে মুসল্লিরা

নিউজ ডেস্ক: টঙ্গীর তুরাগ তীরে রোববার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি শরিক হয়েছেন।  সকাল থেকে বৃষ্টি  হওয়ায়  শীতে চরম ভোগান্তিতে রয়েছেন দেশ-বিদেশের লাখো মুসল্লি।

প্রথম পর্বের পর কোনো বিরতি ছাড়াই টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। ফজরের নামাজের পর থেকে তুরাগ তীরে চলছে আল্লাহু আল্লাহু জিকির। ইজতেমা উপলক্ষে টঙ্গী এলাকা জুড়ে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। চ্যানেল আই

এদিকে রোববার সকাল থেকে আকাশ কালো করে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এক পর্যায়ে শীলাবৃষ্টিও হয়। একদিকে খোলা মাঠে তুমুল বৃষ্টি, অন্যদিকে ফাল্গুনের শুরুর তীব্র ঠাণ্ডা বাতাস – সব মিলিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ইজতেমায় অংশ নেয়া মুসল্লিদের।

তাবলিগ জামাতের আলেমদের মূল বয়ান বাংলার পাশাপাশি আরবি, উর্দু, ইংরেজী ভাষায় অনুবাদের ব্যবস্থা রাখা হয়েছে। মহান আল্লাহ রব্বুল আল আমিনের সন্তুষ্টি লাভের আশায় প্রথম দিনেই ইজতেমায় শরিক হন কয়েক লাখ মুসল্লি।

প্রথম পর্বের মতো এ পর্বেও নিরাপত্তায় মোতায়েন আছে বিভিন্ন সংস্থার ১৫ হাজারের বেশী নিরাপত্তা কর্মী। নিরাপত্তার বাইরে ইজতেমা মাঠের আনুষঙ্গিক অন্যান্য বিষয় দেখভাল করছেন স্থানীয় সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমাও দু’দিন ব্যাপী। আখেরি মোনাজাত সোমবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়