শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:২৭ রাত
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আখেরি মোনাজাত বাংলাতে হওয়ায় সন্তুষ্ট মুসল্লিরা

আল-আমিন : বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত গতবারের মত এবারও আরবী ও বাংলা ভাষায় করা করা হয়েছে। বাংলাদেশের তাবলিগি মুরব্বি মাওলানা জোবায়ের মোনাজাত পরিচালনা করেন। এর আগের ইজতেমাগুলোতে ‍দিল্লীর মুরব্বিরাই উর্দুতে দোয়া করতেন। তবে এ দু’বছর মাওলানা জোবায়ের বাংলা ভাষায় দোয়া করছেন। বিশ্ব ইজতেমার এই মোনাজাত আমাদের জাতীয় প্রায় সবগুলি গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হওয়ায় শুধু টঙ্গিতে উপস্থিত মুসুল্লিরাই নয় সারা দেশের মানুষ এমনকি সারাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এই মোনাজাতে একসাথে হাত উঠিয়ে থাকেন।

বাংলায় মোনাজাতে অংশ নিতে পেরে বাংলা ভাষাভাষী মুসল্লিরা সন্তোষ প্রকাশ করেছেন। শুধু ভাষার কারণেই নয়; বিষয় বৈচিত্র্যের দিক থেকেও এবারের বিশ্ব ইজতেমা ছিল অনন্য। উলামায়ে কেরামের সম্পৃক্ততা বাড়ায় বয়ানের মধ্যেও যোগ হয়েছিল ভিন্নমাত্রা। গাজীপুর জেলার মুরগী ব্যবসায়ী শরীফুল ইসলাম জানান, ‘আখেরী মোনাজাত বাংলা ভাষায় হওয়ায় আমাদের জন্য সুবিধা হয়েছে। আমরা এখন বুঝতে পারি হুজুর মোনাজাতে আমাদের জন্য কী দোয়া করছেন’। আতর ব্যবসায়ী কামরুল মিয়া বলেন, ‘আগের মোনাজাতে আমরা হুজুরের কথা বুঝতে পারতাম না। শুধু ‘আমীন’ ‘আমীন’ বলতাম। এ বছর বাংলাতে মোনাজাত করায় আমরা খুশি হয়েছি’।

মিরপুরের বাসিন্দা আবুল কাশেম বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশ নিচ্ছি। আমি উর্দু-আরবী বুঝি না। আগে ওইসব ভাষায় পরিচালিত মোনাজাতের কথা বুঝতে পারতাম না। সকলের সঙ্গে শুধু আমিন, আল্লাহুম্মা আমিন বলতাম। গতবার থেকে মোনাজাত বাংলায় হওয়ায় এর মোনাজাতের মর্ম বুঝতে পেরেছি। এ জন্য তিনি সন্তোষ প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়