শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২৮ রাত
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষ, ৭ সদস্য বিশিষ্ট কমিটির তদন্ত চলছে

জাকির হোসেন : ঠাকুরগাঁওয়ের হরিপুর বিজিবি ও গ্রামবাসী ট্র্যাজেডির ঘটনায় শনিবার বিকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিমের গঠন করা ৭সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি বর্তমান ঘটনাস্থল বহরমপুরে তদন্ত করছেন। উল্লেখ্য যে, ঠাকুরগাঁওয়ে বিজিবি-গ্রামবাসী’র সাথে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় ১৯ জনসহ অজ্ঞাত ২ শতাধিক মানুষের বিরুদ্ধে হরিপুর থানায় বর্ডার গার্ড ব্যাটালিয়নের পক্ষে নায়েব সুবেদার জহুরুল ইসলাম বাদী হয়ে মামলা করেছে।

শুক্রবার বিজিবি বেতনা বিওপি’র পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয়েছে বলে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বীকার করেছেন।

মামলার বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি'র অধিনায়ক ল্যা: কর্নেল তুহিন মো: মাসুদ জানান, মঙ্গলবার বহরমপুর গ্রামে বিজিবির উপর হামলার ঘটনায় বেতনা বিওপি'র নায়েব সুবেদার জহুরুল ইসলাম বাদি হয়ে ২ শতাধিক হামলকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুজ্জামান মামলার কথা স্বীকার করে বলেন, মঙ্গলবার বহরমপুর গ্রামে বিজিবি’র জব্দকৃত গরুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষ হয়। এসময় বিজিবির গুলিতে ৩ জন নিহত ও বিজিবি সদস্যসহ প্রায় ২০ জন আহত হয়।

সেই দিনের ঘটনায় গরু পাচার ও ছিনতাইয়ের অভিযোগ এনে বিজিবি’র পক্ষ থেকে মামলায় আসামি করা হয়েছে ওই দিন গুলিতে নিহত শিক্ষক নবাব আলী ও সাদেকুল ইসলামসহ আরো ২ শতাধিক মানুষকে।

চোরাই গরু ঢুকেছে সন্দেহে বিজিবি’র সদস্যরা গত মঙ্গলবার হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের বহরমপুর গ্রামে অভিযান চালিয়ে কয়েকটি গরু জব্দ করে ট্রাকে তুললে গ্রামবাসী বাধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষে সংঘর্ষ বাঁধে। এসময় বিজিবি’র সদস্যরা গুলি চালালে ৩ জন নিহত হন, আহত হন বিজিবি সদস্যসহ অন্তত ২০ জন।

নিহতরা হলেন: রুইয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নবাব আলী ও জহিরুলের ছেলে সাদেক মিয়া এবং বহরমপুর গ্রামের নূর ইসলামের ছেলে জয়নাল নিহত হয়।

বিজিবির দাবি, জব্দ করা গরু বিওপিতে নেওয়ার সময় চোরা কারবারিরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তাদের উপর। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা তখন গুলি চালাতে বাধ্য হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়