শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০১ রাত
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্যাস না থাকায় রেস্তোঁরামুখী রাজধানীবাসী, বেড়েছে সিলিন্ডার গ্যাসের বিক্রি

স্বপ্না চক্রবর্তী : সাভারের আশুলিয়ায় গ্যাস সঞ্চালন লাইন ফেটে গিয়ে রাজধানীসহ এর আশে পাশে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় রেস্তোরামুখী হয়ে পড়ে রাজধানীবাসী। শনিবার ভোর থেকেই আবাসিক খাতের চুলাগুলোতে গ্যাসের চাপ না থাকায় ক্ষুধা মিটাতে রেস্তোরাগুলোতে ভীড় জমান অনেকেই। বিশেষ করে মোহাম্মদ, মিরপুর, কলাবাগান, কাঁঠালবাগানের বাসিন্দারা দুপুর পর্যন্ত অপেক্ষা করেও গ্যাসের চাপ না পেয়ে খাবারের দোকান থেকে খাবার কিনেন। কেউ কেউ নির্ভর করে আছেন সিলিন্ডার গ্যাসের উপর। তাই এদিন বাড়ে সিলিন্ডার গ্যাস বিক্রির চাপও।

মোহাম্মদপুরের কাঁচাবাজারে মজা রেস্তোরায় দুপুরের খাবার খেতে আসা জুবায়ের আল মাহমুদ বলেন, আজ ছুটির দিন হওয়ায় সকাল থেকে বাড়িতেই ছিলাম। কিন্তু চুলায় আগুন না থাকায় কোনো রান্না করতে পারেন নি গিন্নি। আর ফ্রিজের খাবারগুলোও গরম করা অসম্ভব ছিলো। তাই বাধ্য হয়ে পরিবারকে নিয়ে এখানে দুপুরের খাবার খেতে এসেছি। বিকাল পর্যন্ত অপেক্ষা করে দেখবো। যদি গ্যাস না আসে তাহলে সিলিন্ডার গ্যাসের ব্যবস্থা করতে হবে।

রেস্তোরার স্বত্তাধিকারী সাদাফ হাসনাইন মানজুর বলেন, সকাল বেলায় নাস্তার চাপ অন্যদিনের তুলনায় একটু বেশি থাকলেও দুপুরের দিকে কাস্টমারের চাপ সামলাতে আমাদের হিমশিম অবস্থা হয়।

রাজধানীর পশ্চিম পান্থপথের কাঁশবন রেস্তোঁরায় গিয়েও দেখা যায় একই অবস্থা। এই এলাকার বাসিন্দারা তো আছেই তার সাথে সাথে চাকরিজীবী যারা বাড়ি থেকে খাবার নিয়ে আসতেন তারাও এদিন গ্যাস না থাকায় খাবার আনতে পারেন নি। ফলে স্বাভাবিকের চেয়ে প্রায় তিনগুন চাপ সামলাতে হয় হোটেল মালিকদের।

কাঁশবন রেস্তোরার খাবার পরিবেশকারী রফিক জানান, সকাল থেকে কাস্টমারদের খাবার দিতে দিতে অবস্থা কাহিল। অনেকে আবার জায়গা না পেয়ে ফিরে গেছেন। তবে আশেপাশের অন্য রেস্তোঁরাগুলোতেও একই রকম ভীড় দেখে এদের কেউ কেউ আবার ফিরে এসেছেন এখানেই। টেবিল খালি হওয়া পর্যন্ত অপেক্ষা করে খাবার খেয়ে গিয়েছেন। তবে সবচেয়ে বেশি চাপ সামলাতে হয়েছে দুপুরের খাবারের সময়। চাকুরিজীবীরা তো আছেই এলাকার বাসিন্দারাও এখানে খেতে এসেছেন।

এদিকে বিকল্প ব্যবস্থা হিসেবে সিলিন্ডারের দোকানগুলোতেও বাড়ে বিক্রি। রাজধানীর কাকরাইলের বাসিন্দা আবু বকর জানান, এমনিতে সব সময় একটা অধিক সিলিন্ডার বাসায় রাখি। তবে যেহেতু আজকে লাইনে গ্যাস নেই তাই আরো দুইটি গ্যাস সিলিন্ডার কিনে নিয়ে এসেছি। তবে বিক্রি বাড়ায় খুশি গ্যাস সিলিন্ডারের বিক্রয় প্রতিনিধিরা। বিশেষ করে কাকরাইল, শান্তিনগর, মগবাজার, মালিবাগ, মোহাম্মদপুর, মিরপুরের গ্যাস সিলিন্ডার বিক্রি স্বাভাবিকের তুলনায় বেশি হয়েছে বলে জানিয়েছেন বিক্রয় প্রতিনিধিরা।

প্রসঙ্গত, শুক্রবার দিনগত রাত ১২টার পর কোনও এক সময় আশুলিয়ায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানির (জিটিসিএল) একটি সঞ্চালন লাইনের মধ্যে অবস্থিত গ্যাসকেট (লাইনের ভেতরের কিছু অংশ ফাঁকা থাকে, এই ফাঁকা অংশ গ্যাসকেট দিয়ে জোড়া দেওয়া হয়) ফেটে গেছে। এতে আশেপাশের এলাকায় বিশেষ করে এই লাইন দিয়ে যেসব এলাকায় গ্যাস সরবরাহ করা হয় সেসব জায়গায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। বিকেলের দিকে লাইন মেরামত হলেও দিনের একটা বড় সময় রাজধানীবাসীকে গ্যাসের অভাবে পোহাতে হয় চরম দুর্ভোগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়