শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৪৮ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবনা মেডিক্যাল কলেজ ছাত্রী ট্রাক চাপায় নিহতের ঘটনায় ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পাবনা প্রতিনিধি: পাবনায় ট্রাক চাপায় মেডিক্যাল কলেজ ছাত্রী নিহত ঘটনার প্রতিবাদে ৫ দফা দাবিতে পাবনা মেডিক্যাল কলেজের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল সহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারক লিপি দেয়া হয়।

শনিবার দুপুরে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে পাবনা মেডিক্যাল কলেজের সাধারণ শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারক লিপি দিয়েছে। স্মারক লিপিতে অবিলম্বে মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলে নিষিদ্ধ আইন প্রয়োগ বাস্তবায়ন সহ ঘাতক ইজিবাইক চালক ও ট্রাক চালককে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় নেওয়ার দাবী জানানো হয়।

১৩ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ট্রাকের ধাকায় মোটর সাইকেল আরোহী পাবনা মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী তানিজা হায়দার নিহত হয়। নিহত তানিজা হায়দার রাজশাহী লক্ষীপুরের সাম্মাক হায়দারের মেয়ে ও পাবনা মেডিক্যাল কলেজের ৯ম ব্যাচের ছাত্রী ছিল।

এব্যাপারে পাবনার পুলিশ সুপার শেখ মোহম্মদ রফিকুল ইসলাম জানান, আমাদের কাছে মেডিকেল কলেজেরে শিক্ষার্থীরা লিখিত স্মারক লিপি দিয়েছে। অতিদ্রুত ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করতে সংশ্লিষ্ঠ থানাকে নির্দেশ প্রদান করা হয়েছে। ঘটনার পরপরই লরি ট্রাকটিকে আটক করেছে পুলিশ। অটো বাইক চালককেও আইনের আওতায় নিয়ে আসা হবে। মহাসড়কে তিনচাকার অনুমদন বিহিন সকল যানবহন আটক করতে ট্রাফিক পুলিশদের নির্দেশ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়