শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫২ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ জিতলেই পেলের পর্যায়ে যাবে নেইমার : মরিনহো

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলে খ্যাতিমান এক প্লেয়ারের নাম পেলে। নিঃসন্দেহে তাকে ব্রাজিলের সর্বকালের সেরা খেলোয়ার বলা যায়। এক বাক্যে প্রায় সবাই পেলেকেই সেই স¤্রাটের মুকুট পরিয়ে দিয়েছে। পেলের পরে ব্রাজিলের সেরা কে? এ প্রশ্নে তৈরী হয়েছে দ্বিধা দ্বন্ধের।

কিছুদিন আগে ব্রাজিলিয়ান পত্রিকা প্ল্যাকার ব্রাজিলের সর্বকালের সেরা খেলোয়াড়ের তালিকা করেছিল। যাতে পেলের পরের নামটা ছিল নেইমারের, যা বিতর্ক তুলেছে ব্রাজিলজুড়ে। ব্রাজিলে কিংবদন্তির তালিকা করতে গেলে তো কলমের কালি ফুরানোর দশা হবে। বিশ্বকাপজয়ীই কত খ্যাতিমান আছেন। সবাইকে ছাপিয়ে নেইমার দুইয়ে?

কথা হলো নেইমার এখনো ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে পারেননি। গত দুবারই প্রত্যাশার বেলুনটাকে ফট্টাস করে দিয়েছেন। ফলে, তাকে পেলের পরের আসনটা দিতে রাজি নন ব্রাজিলেরই অনেকে। হোসে মরিনহোর মতে, পেলের সমান হতে নেইমারকে ব্রাজিলের জার্সিতে জেতাতে হবে বড় কিছু।

নেইমারকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় মানেন অনেকে। কিন্তু নিয়মিত চোট তাকে সে খেলা দেখানোর সময় দিচ্ছে কোথায়? সঙ্গে রয়েছে অনিয়মিত ফর্ম। চোট আর অনিয়মিত ফর্মের কারণে গত মৌসুমে ব্যালন ডি’অর তালিকার সেরা দশেও দেখা মেলেনি। এ বছরেও সে পথেই হাঁটছেন নেইমার। চোট কাটিয়ে ফিরতে না ফিরতেই আবারও চোটের কবলে। প্যারিসের জার্সিতে লিগ ওয়ানে যে জাদু দেখান, সে তুলনায় প্রত্যাশার প্রতিদান দিতে পারেন না চ্যাম্পিয়নস লিগে।

ফলে, পেলে আর নেইমারের মাঝখানের দূরত্ব এখনই এতটা কমে গেছে বলা হয়তো বাড়াবাড়ি। কিন্তু প্ল্যাকারের জরিপে গারিঞ্চা, জিকো, সক্রেটিস, রোনালদিনহো, রোনালদো, রিভালদোদেরও পেছনে ফেলে তালিকার দুইয়ে নেইমার। বিতর্ক তো হবেই। ব্রাজিলের জার্সি গায়ে গোলের হার অবিশ্বাস্য হলেও দেশকে কেবল এনে দিতে পেরেছেন ফেডারেশনস কাপ ও অলিম্পিক শিরোপা। ২০১৮ বিশ্বকাপে তার গড়াগড়ি নিয়ে খোদ ব্রাজিলেই বিরক্তিমাখা সমালোচনা। এর মধ্যে নেইমারকে স¤্রাটের পাশের আসন দিয়ে দেওয়া!

এই বিতর্কের মধ্যে হোসে মরিনহো নেইমারকে পথই দেখাচ্ছেন, ‘নেইমার খুবই প্রতিভাবান খেলোয়াড়। এ ব্যাপারে কারও কোনো সন্দেহ থাকার কথা না। সে ইউরোপে এসেই জিততে শুরু করেছে। কিন্তু ইউরোপে তার আগেও অনেক ব্রাজিলিয়ান এসেছে। তাদের মধ্যে মনে রাখার মতো রয়েছেন রিভালদো ও রোনালদো। অন্যদের কথা কালেভদ্রে মনে পড়ে। কারণ, তারা শুধু ইউরোপের ক্লাব ফুটবলে নয়; আন্তর্জাতিক পর্যায়েও ছড়ি ঘুরিয়েছে। অন্যরা সেদিকে ব্যর্থ। যে কারণে ইউরোপে ভালো করার পরেও তাদের নাম আমাদের মুখে মুখে নেই।’

পিএসজির জার্সিতে এখনো বড় কিছু করতে পারেননি নেইমার। তবে বার্সার জার্সিতে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। ইউরোপে ছড়ি ঘোরানোর অভিজ্ঞতা কম নেই। তবু এই আন্তর্জাতিক পর্যায়ের ব্যর্থতা পিছিয়ে রাখবে অন্যদের থেকে। মরিনহো তাই বলছেন, ‘নেইমার ইতিমধ্যে ইউরোপ জয় করেছে। ইউরোপে তার সাফল্যের অভাব নেই। কিন্তু পেলের পর্যায়ে যেতে হলে তাকে ব্রাজিলের জার্সিতে কিছু একটা জিততে হবে। তবেই সে সেই পর্যায়ে পৌঁছাতে পারবে। নইলে অন্যদের মতো হারিয়ে যাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়