শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩৬ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের টি-টুয়েন্টি দলে নতুন মুখ

স্পোর্টস ডেস্ক: ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে ভারত। অজিদের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের জন্য আলাদা দল ঘোষণা করেছে স্বাগতিকরা। পাঁচ ম্যাচ সিরিজের ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন লোকেশ রাহুল ও ঋশভ পান্ত। এদিকে প্রথমবারের মতো টি-টুয়েন্টি দলে ডাক পেয়েছে মায়াঙ্ক মার্কান্ডে। দুই ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি।

এদিকে নিউজিল্যান্ড সফরের দল থেকে বাদ পড়েছেন দিনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, খলিল আহমেদ, শুভমান গিল এবং মোহাম্মদ সিরাজ। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ বিশ্রামে থাকবেন ভুবনেশ্বর কুমার। তার বদলে ওই দুই ম্যাচের জন্য স্কোয়াডে আছেন সিদ্ধার্থ কাউল।

ওয়ানডে দলে যায়গা না পেলেও টি-টুয়েন্টি স্কোয়াডে আছেন কার্তিক। টি-টুয়েন্টিতে বিশ্রামে থাকবেন ভুবনেশ্বর কুমার এবং কুলদিপ যাদব। ২৪ ফেব্রুয়ারি প্রথম টি-টুয়েন্টি দিয়ে শুরু হবে ভারতে অস্ট্রেলিয়ার ফিরতি সফর।

ওয়ানডে স্কোয়াড :

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অম্বাতি রাইডু, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল, কুলদিপ যাদব, বিজয় শঙ্কর, লোকেশ রাহুল, রিশভ পান্ত, সিদ্ধার্থ কাউল (প্রথম দুই ম্যাচের জন্য), ভুবনেশ্বর কুমার (শেষ তিন ম্যাচের জন্য)।

টি-টুয়েন্টি স্কোয়াড :

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, রিশভ পান্ত, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, বিজয় শঙ্কর, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, সিদ্ধার্থ কাউল, মায়াঙ্ক মারকান্ডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়