শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২২ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামীকাল পাকিস্তানে আসছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান

আব্দুর রাজ্জাক : সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামীকাল ইসলামাবাদে আসছেন বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। যদিও তার আজ আসার কথা ছিলো বলে স্থানীয় গণমাধ্যগুলো জানিয়েছিলো। এক্সপ্রেস ট্রিবিউন

যুবরাজের আসন্ন সফর নিয়ে গত শুক্রবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবরাজের সফর অপরিবর্তিত রয়েছে এবং ১৭ ও ১৮ ফেব্রুয়ারিই তিনি ইসলামাবাদ সফর করবেন। মোহাম্মদ বিন সালমান আজ ১৬ ফেব্রুয়ারি পাকিস্তান সফর করছেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছিলো।

যুবরাজের সফরকে কেন্দ্র করে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে পাকিস্তান। তাকে অভূতপূর্বভাবে উষ্ণ অভ্যর্থনা জানাতে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ও তার মন্ত্রীপরিষদের সদস্যরা পাঞ্জাবের রাওয়াল পিন্ডিতে অবস্থিত নুর খান বিমান ঘাঁটিতে উপস্থিত থাকবেন বলে গণমাধ্যমগুলো জানিয়েছে।

যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে তার আসন্ন সফরে পাকিস্তানের বেসামরিক নাগরিক হিসেবে সর্বোচ্চ সম্মাননা পদক নিশান-ই-পাকিস্তান এ ভূষিত করা হবে বলে ইসলামাবাদ জানিয়েছে।

ইসলামাবাদ জানিয়েছে যে, যুবরাজের প্রস্তুতি নিয়ে রিয়াদ তাদের নিশ্চিত করেছে। বিন সালমানকে অভ্যর্থনা জানিয়ে তাকে প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত সঙ্গ দিয়ে নিয়ে আসবেন ইমরান খান। পরে সেখানে বিন সালমানকে গার্ড অব অনার দেয়া হবে বলে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়