শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:১০ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গবেষক মহিউদ্দিন আহমেদ বললেন, কোনো রাজনৈতিক দলের প্রতি সহানুভূতি থাকলেও ‘সরাসরি রাজনীতিতে জড়িত ছিলেন না কবি আল মাহমুদ’

মঈন মোশাররফ : গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন, কবি আল মাহমুদ গণকন্ঠের সম্পাদক থাকলেও তার দলীয় কোন পরিচয় ছিলোনা। রাজনৈতিক দল জাসদের প্রতি সহানুভূতি থাকলেও তিনি কখনো সরাসরি রাজনীতিতে জড়াননি। আমি গণকন্ঠে তার সহকর্মী ছিলাম । তাকে অনেক কাছথেকে দেখেছি।

শনিবার বিবিসি বাংলাকে তিনি আরো বলেন, ১৯৭৪ সালের ১৭ই মার্চ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনে জাসদের উদ্যোগে ঘেরাও কর্মসূচির ডাক দেয়া হয়। সেদিন রাতেই তৎকালীন গণকন্ঠের সম্পাদক আল মাহমুদকে গ্রেফতার করা হয়। জাসদ গণকন্ঠের মালিক ছিলো বলে আল তিনি নির্যাতিত হলেন। এবং তিনি অনেকদিন বিনা বিচারে কারাগারে ছিলেন।

তিনি বলেন, জেল থেকে মুক্তি পাবার পর অন্যরকম এক আল মাহমুদের দেখা মিললো। তখন আল মাহমুদের মধ্যে ইসলামী ধ্যান-ধারণা প্রবল হয়ে উঠে। আল মাহমুদ সবসময় দাবি করতেন তিনি একজন কবি। তিনি কখনোই বলেননি যে তিনি একজন সম্পাদক।
তিনি জানান, আল মাহমুদ সব সময় চাইতেন তাকে তার কবিতা দিয়েই মূল্যায়ন করা হোক। একবার মাহমুদ ভাই একটা কথা বলেছিলেন , যেটা এখনো আমার কানে ভাসে। সেটা হলো যে - আর কেউ কি আরেকটি সোনালী কাবিন লিখতে পেরেছে? আল মাহমুদের কবিতা বহু সাহিত্যানুরাগীর মনে আলোড়ন তুলেছিলো।

মহিউদ্দিন আহমেদ বলেন, ১৯৫০ সালের পর বাংলা সাহিত্যে যত কবির আবির্ভাব হয়েছে, শিল্পমান এবং লেখার বিচারে বিশ্লেষকরা আল মাহমুদকে সন্দেহাতিতভাবে প্রথম সারিতেই রাখছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়