শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪৯ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত, কেউ নির্বাচনে আসুক আর নাই আসুক অমুক দিন নির্বাচন, বললেন ড. তোফায়েল আহমেদ

জুয়েল খান : স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেছেন, এখন দেশে কোনো নির্বাচন নেই। নির্বাচনের একটা প্রথা আছে, স্থানীয় সরকারের উপজেলা নির্বাচন সেই প্রথা পালনের একটা অংশ মাত্র।

এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি আরো বলেন, দেশে আর কোনো নির্বাচন হবে না, যে নির্বাচনে কোনো প্রার্থী নেই মানুষের আগ্রহ নেই তাহলে নির্বাচন কীভাবে হবে। স্থানীয় সরকার কিংবা জাতীয় নির্বাচন কোনোটাতেই মানুষের আর কোনো আগ্রহ নেই।

তিনি আরো বলেন, কেউ এই নির্বাচন গ্রহণ করুক আর না করুক প্রথাসিদ্ধ নির্বাচন হয়ে যাবে। এটাই এখনকার নির্বাচনের ধারা। আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলে এই নির্বাচনে আসছে না, কেন আসছে না সেই বিষয়টা খুঁজে বের করতে হবে। নিশ্চয়ই কোনো কারণ আছে। এই নির্বাচনে গণমানুষের আগ্রহের কোনো প্রতিফলন ঘটবে না। যারা জেতার তারা জিতবে, নির্বাচনে গণমানুষের মতামত তলানিতে পৌঁছে গেছে। আর এ কারণে দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে না।

তিনি বলেন, এই নির্বাচনে যারা চায় যে একটু চেহারা দেখাবো তারাই নির্বাচনে আসবে, জেতা কোনো বিষয় নয়। নির্বাচনে প্রকৃত নেতারা আসছে না, আর প্রকৃত নেতা ছাড়া কোনো নির্বাচন অংশগ্রহণমূলক হয় না। দীর্ঘদিন প্রকৃত অর্থে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় গণতন্ত্রের শূন্যতা তৈরি হয়েছে। এখন যোগ্য লোকেরা নির্বাচনে অংশগ্রহণে নিরুৎসাহিত হচ্ছে। এভাবে চলতে থাকলে প্রকৃত অর্থে যোগ্যতাসম্পন্ন লোকেরা নির্বাচনে আসবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়