শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১৬ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু নৃশংস হত্যাকন্ডের বিরুদ্ধে প্রতিবাদকারীদের উপর নির্মিত তিন কাহিনী চিত্রের প্রিমিয়ার

আবু সুুফিয়ান রতন : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর নৃশংস ও ইতিহাসের বর্বরোচিত হত্যাকন্ডের বিরুদ্ধে প্রতিবাদকারীদের উপর রচিত সহিদ রাহমান’র সাড়া জাগানো গল্প ‘মহামানবের দেশে’ অবলম্বনে নির্মিত আরও ৩টি কাহিনী চিত্র নির্মিত হয়েছে। এগুলো হলো ‘পঁচাত্তরের ডায়েরী’, ‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’ ও ‘পঁচাত্তরে লালু’। ১৬ ফেব্রুয়ারি শনিবার এই কাহিনী চিত্র ৩টির প্রিমিয়ার শো ও আলোচনা সভা অনুষ্ঠিত হতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকাল ৫টায়। প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এম.পি, বিশেষ অতিথি থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি, সভাপতিত্ব করবেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। ‘পঁচাত্তরে লালু’ কাহিনী চিত্রে দেখা যাবে-১৯৭১ সালে ইছাপুর গ্রামের ১০ বছরের বালক লালু বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনে মুক্তিযুদ্ধের প্রতি খুবই অনুপ্রাণিত হয়ে ওঠে। একই গ্রামের সুরুজ বাঙ্গালি কমান্ডারের কাছে মুক্তিযুদ্ধের নেপথ্যের অনেক কথা জানার মাধ্যমে ১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নিতে উদ্ধুদ্ধ হয়। দেশ স্বাধীন হওয়ার পরে সে স্কুলে পড়ার সুযোগ পায়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্কুলে গিয়ে জানতে পারে বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। ইছাপুর প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক হারিছ মাস্টারকে সঙ্গে নিয়ে কমান্ডার এই অন্যায়ের প্রতিবাদ করে এবং ঔই প্রতিবাদে লালুও সামিল হয়।

মিছিলের মধ্যেই পুলিশের হাতে আটক হয়ে অমানসিক ও অমানবিক শারীরিক নির্যাতনের স্বীকার হয় লালু, সুরুজ কমান্ডার ও হারিছ মাষ্টার এবং লালুর জীবনে করুন পরিণতি নেমে আসে। মর্মস্পশী হৃদয় বিদারক এই গল্পের কাহিনী চিত্রটি চিত্রনাট্য করেছেন সাইয়েদ আহমাদ। পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। অভিনয় করেছেন- আহমেদ রুবেল, জিয়াউল হাসান কিসলু, মোমেনা চৌধুরী ও শিশুশিল্পী যায়ান সহ প্রমূখ। ‘পঁচাত্তরের ডায়েরী’ কাহিনী চিত্রে বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালে ১৪ জুন হত্যাকা-ের পরিকল্পার কথা উঠে এসেছে। বঙ্গবন্ধু বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র, রাঙ্গামাটি পরিদর্শনে যাওয়ার সময় পথিমধ্যে তাঁকে হত্যা করা হবে বলে পরিকল্পনা করা হয়। সেই খবর জানতে পেরে জনপ্রতিনিধি বেলায়েত বঙ্গবন্ধুকে সর্তক করে। পরে সেই পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় ষড়যন্ত্রকারীরা আবারও পরিকল্পনা করে একই বছরের ১৫ আগস্ট এবং বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। এই কু-পরিকল্পনা সফল হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মৌন মিছিল বের করে। তারাও পুলিশের হাতে আটক হয় এবং নির্মম নির্যাতনের শিকার হয়। রাকেশ বসুর চিত্রনাট্যে এই কাহিনী চিত্রটি পরিচালনা করেছেন সুমন ধর। অভিনয় করেছেন-শহীদুজ্জামান সেলিম, শাহাদাত হোসেন, মনোজ প্রামাণিক, তানিয়া বৃষ্টি, জাহাঙ্গীর আলম ও মাস্টার শাকিল সহ প্রমূখ।

আর ‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’ কাহিনী চিত্রটি নোয়াখালীর মধুপুর গ্রামের এক মাধ্যমিক পাশ শিক্ষিত সমাজ সচেতন যুবকের গল্প। সে ১৯৭৫ সালের ১৫ আগস্টেই বিয়ে করে। বিয়ের বাসর রাতে ঢোকার সময়ই বঙ্গবন্ধু হত্যাকা-ের খবর দেয় তার বন্ধু। সেই যে যুবক এই হত্যাকা-ের প্রতিবাদে ঘর থেকে বেরিয়ে গেল, যুবকটি আর ফিরতে পারেনি এবং পুলিশের হাতে নির্যাতনের শিকার হয়ে কারাগারে যাবত জীবন কাটিয়েছে। সহিদ রাহমানের রচনা ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। অভিনয় করেছেন- আজাদ আবুল কালাম, রওনক হাসান ও হিমি সহ প্রমূখ। ‘পঁচাত্তরের ডায়েরী’ ও ‘পঁচাত্তরে লালু’ প্রযোজনা করেছে পিয়া ভিশন। আর ‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’ প্রযোজনা করেছে তিয়াসা মাল্টিমিডিয়া। ৩টি কাহিনী চিত্রই এ বছর বঙ্গবন্ধুর জন্মদিন বা প্রয়াণ দিবসে ৩টি ভিন্ন বেসরকারী টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়